করোনামুক্ত হলেন চিত্রনায়ক সাইমন সাদিক

প্রকাশ: ২০ আগস্ট ২১ । ২০:২৫

কিশোরগঞ্জ অফিস

কিশোরগঞ্জের সন্তান জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়ক সাইমন সাদিক করোনাভাইরাস থেকে মুক্ত হয়েছেন। 

শুক্রবার (২০ আগস্ট) বিকালে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাইমন সাদিক নিজেই এ তথ্য জানিয়েছেন।

ফেসবুক স্ট্যাটাসে সাইমন সাদিক লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। আমার করোনা নেগেটিভ এসেছে। সবার কাছে অশেষ কৃতজ্ঞতা।’

এর আগে গত ৮ আগস্ট রাতে ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে সাইমন সাদিক কোভিড-১৯ আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছিলেন।

চিত্রনায়ক সাইমন সাদিকের জন্ম ১৯৮৬ সালের ৩০ আগস্ট কিশোরগঞ্জ সদরের মহিনন্দ ইউনিয়নের কলাপাড়া গ্রামে। বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. সাদেকুর রহমান। মা উম্মে কুলসুম গৃহিনী। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সাইমন চতুর্থ। স্কুল জীবনে পড়াশোনা করেছেন কিশোরগঞ্জ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে।  এরপর ঢাকায় এসে স্নাতক সম্পন্ন করেন।

পরিচালক জাকির হোসেন রাজুর হাত ধরে চলচ্চিত্রে আগমন ঘটে এই সুদর্শন নায়কের। ২০১২ সালের দিকে আনন্দমেলা চলচ্চিত্রের প্রযোজনা ও জাকির হোসেন রাজুর পরিচালনায় ‘জ্বী হুজুর’ চলচ্চিত্রের নায়ক হিসেবে সাইমনের অভিষেক। তারপর থেকে বাজিমাত করেই চলেছেন তিনি। বিশেষ করে জাকির হোসেন রাজুর ‘পোড়ামন’ ছবি দিয়ে তিনি আলোচনায় আসেন। ‘ব্ল্যাকমানি’ ছবিতেও অভিনয় করে প্রশংসিত হন তিনি।

তার মুক্তিপ্রাপ্ত অন্যান্য ছবির মধ্যে রয়েছে ‘তোমার কাছে ঋণী’, ‘তুই শুধু আমার’, ‘স্বপ্ন ছোঁয়া’, ‘পুড়ে যায় মন’,‘মায়াবিনী’, ‘জান্নাত’। 

‘জান্নাত’ ছবিতে অভিনয়ের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালের শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন সাইমন সাদিক।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com