
যুক্তরাষ্ট্রে বন্যায় ২১ জনের মৃত্যু, নিখোঁজ অনেকে
প্রকাশ: ২৩ আগস্ট ২১ । ১১:২১ | আপডেট: ২৩ আগস্ট ২১ । ১১:২১
অনলাইন ডেস্ক

ছবি: সিবিএস নিউজ
যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলে রেকর্ড পরিমাণ বৃষ্টিতে সৃষ্ট বন্যায় ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন অন্তত ২০ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে ওয়েভারলির পুলিশ প্রধান গ্রান্ট গিলেস্পি জানান, গত দুই সপ্তাহ ধরে বৃষ্টি হচ্ছে এ অঞ্চলে। বন্যার পানিতে প্রাণহানির ঘটনার পাশাপাশি বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। খবর সিএনএনের।
হামফ্রিস কাউন্টির জরুরি ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, শনিবার ওয়েভারলি শহরেই বন্যায় ২০ জনের মৃত্যু হয়েছে। কাউন্টির অন্য কোথাও আরেকজনের মৃত্যু হয়েছে।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে ৪৫ জন নিখোঁজ বলে জানানো হলেও পরে সংখ্যাটি সংশোধন করে প্রায় ২০ জন বলে জানানো হয়।
গিলেস্পি জানান, ঝড়বৃষ্টির কারণে ৯১১-সহ মোবাইল ফোনের পরিষেবা বন্ধ হয়ে যাওয়ায় অনেকেই স্বজনদের খোঁজ পাচ্ছিলেন না, তাই প্রথমে নিখোঁজের সংখ্যা অনেক বেশি বলে অনুমান করা হয়েছিল। নিখোঁজদের সন্ধানে তল্লাশি ও উদ্ধারকারী দলগুলো রাতভর কাজ করে যাবে
এদিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ এক টুইটে জানিয়েছে, হামফ্রিস কাউন্টির ম্যাকুয়েন শহরে শনিবার দিনব্যাপী ১৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছে, এতে টেনেসি রাজ্যে ২৪ ঘণ্টা বৃষ্টিপাতের ‘সর্বকালের রেকর্ড সম্ভবত ভেঙে গেছে’।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com