
বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডায় স্মরণ সভা
প্রকাশ: ২৩ আগস্ট ২১ । ১৪:০৮ | আপডেট: ২৩ আগস্ট ২১ । ১৬:১৫
কানাডা প্রতিনিধি

বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কানাডায় স্মরণ সভা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং ২১ আগস্টের গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ অন্টারিওর উদ্যোগে কানাডায় এক আলোচনা ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
কানাডা বাংলা টিভি অডিটোরিয়ামে সভা অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় সভাপতিত্ব করেন অন্টারিও আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল, স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক লিটন মাসুদ ও সহ-সভাপতি ফয়জুল করিম।
স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন কানাডায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. খলিলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত বরেণ্য কবি আসাদ চৌধুরী ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. আব্দুল আউয়াল।
সাংঙ্কৃতিক সম্পাদক ফারহানা শান্তার 'যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই', ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ নিজাম খানের দোয়া ও মোনাজাত ও সুকোমল রায়ের গীতা পাঠের পর, আবৃত্তিকার আহমেদ হোসেনের বঙ্গবন্ধুকে নিয়ে অনবদ্য কবিতা আবৃত্তি ও ড. হুমায়ুন কবিরের স্বরচিত কবিতা পরবর্তী আলোচনায় অংশ নেন-বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাজমুল হোসেন কিং মনা, অন্টারিও আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুর কাদের মিলু, সহ-সভাপতি গোলাম সারওয়ার, নওশের আলি, মকবুল হোসেন, গোলাম মোস্তফা, অন্টারিও আওয়ামী লীগের মহিউদ্দিন আহমেদ বিন্দু, জিয়াউল আহসান চৌধুরী, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা আক্তার জানু, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি আমিন মিয়া, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ড. হুমায়ুন কবির।
বক্তারা বলেন, বঙ্গবন্ধু যখন বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরেন তখন তিনি ছিলেন যুবক এবং পরবর্তীতে তিনিই হয়ে উঠেন আমাদের স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা।
স্মরণ সভায় হাইকমিশনার তার বক্তব্যে তথ্য উপাত্তসহ বঙ্গবন্ধু ও খুনিদের চিত্র তুলে ধরেন ও কানাডায় অবস্থানকারী খুনি নূর চৌধুরীকে দেশে ফেরতের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সেইসঙ্গে শেখ হাসিনা সরকারের উন্নয়ন ও অগ্রযাত্রার তথ্য তুলে ধরেন।
বিশেষ অতিথি অধ্যক্ষ আব্দুল আহাদ চৌধুরী বলেন, নব্য নূর চৌধুরী ও মোস্তাকের সংখ্যা এখন অনেক। এ ব্যাপারে দেশে ও প্রবাসে এদের বিরুদ্ধে স্বোচ্চার ও সতর্ক থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- অন্টারিও আওয়ামী লীগের সহ-সভাপতি আবু হেনা কোরাইশী, সাংগঠনিক সম্পাদক মনির বাবু, পান্না আহম্মেদ, প্রচার সম্পাদক আকরামুল ইসলাম, দপ্তর সম্পাদক খালেদ শামীম, নির্বাহী সদস্য ইমাম হোসেন, রায়হান চৌধুরী, ইফতেখারুল হাসান, মাহাবুব মতিন, মুশফিকুর রহমান আকন্দ, জিনাত হোসেন, বিপ্লব চৌধুরী, আব্দুল হাই সুমন, দেওয়ান হক, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, কানাডা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, দপ্তর সম্পাদক শেখ জসিম, ঝোটন তরফদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের জিনাত হোসেন, মোহাম্মদ হক, কানাডা ছাত্রলীগের সভাপতি ওবায়দুর রহমান প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com