
মেসি পিএসজিতে যাওয়ায় আয় বেড়েছে বাস্কেটবল তারকার
প্রকাশ: ২৩ আগস্ট ২১ । ১৮:২৬ | আপডেট: ২৩ আগস্ট ২১ । ১৮:২৬
স্পোর্টস ডেস্ক

মেসি পিএসজি'তে আসায় লক্ষ লক্ষ ডলার কামাচ্ছেন বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান
লিওনেল মেসি বার্সালোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর বেশ কিছুদিন কেটে গিয়েছে। মাঠে এখনও পিএসজির জার্সি গায়ে মেসিকে খেলতে দেখা না গেলেও আর্জেন্টাইন তারকা ইতোমধ্যেই দলের সঙ্গে অনুশীলন শুরু করে দিয়েছেন। মেসি মাঠে না নামলেও তার সুফল পাওয়া শুরু করেছে পিএসজি।
ইতোমধ্যে জার্সি বিক্রি থেকেই ক্লাবের আর্থিক লাভের পরিমাণ অনেকটাই বেড়ে গিয়েছে। যার সুফল পাচ্ছে এমন একজন যার কিনা ফুটবল খেলাটার সাথেই কোন সম্পর্ক নেই। তিনি আমেরিকার বাস্কেটবল তারকা মাইকেল জর্ডান। মেসি পিএসজি'তে আসায় লক্ষ লক্ষ ডলার কামাচ্ছেন তিনি।
পিএসজি'র জার্সি থেকে ট্রেনিং কিট, সবখানে ‘জাম্পম্যান’ লোগো থাকে, যা জর্ডানের ফ্যাশন সংস্থা ‘এয়ার জর্ডান’-এর অন্তর্গত। যদিও পিএসজি'র জার্সি তৈরি করে নাইকি, কিন্তু ক্লাবের কিট বিক্রি হয় জর্ডানের সংস্থার মাধ্যমেই। নেইমার যোগ দেওয়ার পর ২০১৯ থেকেই জর্ডান-পিএসজি সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে। মেসি আসায় তা এক লাফে কয়েক গুণ বেড়ে গিয়েছে।
জানা গেছে, পিএসজি'র জার্সি বিক্রি থেকে ৫ শতাংশ লাভ পায় জর্ডানের সংস্থা। পিএসজির দোকানে এখন মেসির জার্সি বিক্রি হচ্ছে ১৬২ ডলারে। আর্জেন্টিনার এক নামী ওয়েবসাইটের দাবি, মেসির জার্সি বিক্রি বাবদ গত কয়েক দিনে ৭ মিলিয়ন ডলার কামিয়েছেন জর্ডান। বাংলাদেশি মুদ্রায় হিসেব করলে সেটি দাঁড়ায় প্রায় ৬০ কোটি টাকায়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com