পাবজি খেলায় মগ্ন, ট্রেনে কাটা পড়লো ৪ কিশোর

প্রকাশ: ২৩ আগস্ট ২১ । ২১:৪৮ | আপডেট: ২৩ আগস্ট ২১ । ২১:৪৮

অনলাইন ডেস্ক

ছবি: সংগৃহীত

কানে হেডফোন দিয়ে পাবজি-ফ্রি ফায়ার গেম খেলতে খেলতেই ট্রেনে কাটা পড়ে চার কিশোরে মৃত্যু হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর জেলার চোপড়ার ধুমডাঙ্গী স্টেশন এলাকায় এ ঘটনা ঘটেছে। খবর হিন্দুস্তান টাইমসের।

স্থানীয় সূত্রের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাতে ওই চার কিশোর রেল লাইনের ওপর দিয়ে কানে হেডফোন দিয়ে হেঁটে যাচ্ছিল। তাদের চোখ ছিল মোবাইল ফোনে। মোবাইল গেম পাবজি, ফ্রি ফায়ারের মতো খেলায় ব্যস্ত ছিল তারা। এ সময় ছুটে আসছিল আগরতলা–দেওঘর এক্সপ্রেস। রেল লাইনের ওপর কিশোরদের দেখতে পেয়ে অনেকে চিৎকার করছিলেন। ট্রেনের চালকও হুইসেল বাজাচ্ছিলেন। কিন্তু চার কিশোরের কানে কোনো কিছুই পৌঁছেনি। ট্রেনে কাটা পড়ে একসঙ্গে মৃত্যু হয় তাদের।

খবরে বলা হয়, মুহূর্তের মধ্যে চলন্ত ট্রেনে কাটা পড়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় চারটি দেহ। ছুটে আসেন স্থানীয়রা। কিন্তু তখন আর কিছুই করার নেই। খবর পেয়ে তখন রেল পুলিশ সেখানে উপস্থিত হয়। নিহত ওই চার কিশোর চোপড়ার কোনাগছ গ্রামের বাসিন্দা।

মৃতদের পরিবারের লোকেদের কাছ থেকে জানা গিয়েছে ওই যুবকরা সবাই পশ্চিমবঙ্গের বাইরে বিভিন্ন রাজ্যে শ্রমিকের কাজ করতেন। রোববার রাখি পূর্ণিমার ছুটি থাকায় বাড়ি এসেছিলেন তারা।

উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপার শচীন মক্কার বলেন, ‘আমরা ট্রেনের ধাক্কায় ৪ জনের মৃত্যুর ঘটনার খবর পেয়েছি। মৃতদের আত্মীয়-স্বজনরা তাদের সৎকার কাজ করেছেন বলেও জেনেছি।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com