সিংহের কবল থেকে খালি হাতেই সন্তানকে বাঁচালেন মা

প্রকাশ: ৩০ আগস্ট ২১ । ০১:২৬ | আপডেট: ৩০ আগস্ট ২১ । ০১:২৬

অনলাইন ডেস্ক

ছবি: দ্য গার্ডিয়ান

৫ বছরের সন্তানকে সিংহের কবল থেকে খালি হাতে লড়াই করে বাঁচালেন মা। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকা পার্বত্যাঞ্চলে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।

প্রতিবেদন থেকে জানা গেছে, ৫ বছর বয়সী ছেলেটি বাড়ির সামনে খেলছিল আর তার মা কাজ করছিলেন বাড়ির ভেতরে। হঠাৎ অদ্ভুত শব্দ শুনতে পান তিনি। ছুটে গিয়ে দেখতে পান, একটি পার্বত্য সিংহ তার ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে। শিশুটির মা খালি হাতেই সিংহটিকে রুখে দেয়ার চেষ্টা করেন। তার একের পর এক ঘুষিতে এক সময় সিংহটি শিশুটিকে ছেড়ে দেয়।

এরপর শিশুটিকে দ্রুত হাসপাতালে নিয়ে যায় তার বাবা-মা। খবর দেয়া হয় বন্যপ্রাণী বিভাগকে।

মৎস ও বন্যপ্রাণী বিভাগের মুখপাত্র ক্যাপ্টেন প্যাট্রিক ফয় জানিয়েছেন, ৬৫ পাউন্ড ওজনের সিংহটিকে গুলি করে মারা হয়েছে। তিনি জানান, এ ঘটনায় প্রকৃত হিরো হচ্ছেন বাচ্চাটির মা, যিনি খালি হাতেই রক্ষা করেছেন তার সন্তানকে।

সিংহের আক্রমণে ছেলেটি মাথা ও শরীরের উপরের অংশে গুরুতর আঘাত পেয়েছে বলে জানিয়েছেন ফয়। ছেলেটি বর্তমানে লস অ্যাঞ্জেলেস হাসপাতালে ভর্তি রয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com