
পদ্মার এক বোয়ালের দাম ৩৬ হাজার ৮০০ টাকা
প্রকাশ: ৩০ আগস্ট ২১ । ১৬:১২ | আপডেট: ৩০ আগস্ট ২১ । ১৬:১২
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করা হয়- সমকাল
কামারডাঙ্গী এলাকার পদ্মা নদী মোহনায় পলাশ হলদার নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৬ কেজি ওজনের বেশ বড় আকৃতির একটি বোয়াল মাছ।
সোমবার সকাল সাড়ে সাতটার দিকে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখের কাছ থেকে মাছটি ২ হাজার ৩০০ টাকা কেজি দরে মোট ৩৬ হাজার ৮০০ টাকায় ফরিদপুর মধুখালীর এক ব্যবসায়ী মাছটি কিনে নেন। এর আগে জেলে পলাশ হালদার ২ হাজার ২০০ টাকা কেজি দরে মাছটি শাজাহান শেখের কাছে দৌলতদিয়া ঘাটে বিক্রি করেন।
জানা যায়, সকাল ৬টার দিকে গোয়ালন্দ ও ফরিদপুরের বর্ডার কামারডাঙ্গী এলাকার পদ্মায় জাল ফেলেন পলাশ হালদার। তখন ওই জালে ধরা পড়ে বড় আকৃতির বোয়ালটি। পরে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি কিনে নেন।
মাছ ব্যবসায়ী শাজাহান শেখ জানান, পদ্মার মাছ এমনিতেই সুস্বাধু, তারপর যদি হয় বড় আকারের তাহলে তো কথাই নেই। সব সময় পদ্মার মাছের চাহিদা থাকে। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতিরা অগ্রিম বলে রাখেন ভাল মাছ পেলে তাদের দিতে। কিন্তু সব সময় তো বড় মাছ পাওয়া যায় না। আজকের মাছটি কেনার সঙ্গে সঙ্গেই কেজিতে ১০০ টাকা লাভে বিক্রি করতে পেরেছি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com