
ব্যাটিং-বান্ধব উইকেট চান ডোমিঙ্গো
প্রকাশ: ৩০ আগস্ট ২১ । ১৯:০৫ | আপডেট: ৩০ আগস্ট ২১ । ২০:১০
স্পোর্টস ডেস্ক

রাসেল ক্রেইগ ডোমিঙ্গো
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে মিরপুরের মন্থর উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। অজিদের বিপক্ষে ঐতিহাসিক ৪-১ ব্যবধানে জয়ে অনেকে প্রশ্ন তুলেছিলেন উইকেট নিয়ে। যদিও স্বাগতিক হিসেবে এটা মোটেও অন্যায় নয়, তবে বর্তমান টি-টোয়েন্টির জন্য যা একেবারেই বেমানান।
আসন্ন নিউজিল্যান্ড সিরিজে মিরপুরের উইকেটের কেমন হবে, সেই প্রসঙ্গ আসছে বারবার। তাই এই প্রসঙ্গে জিজ্ঞাসা করে হয়েছিল কোচ রাসেল ডোমিঙ্গোকে। তিনি বলেন, ‘আমি সিরিজে ভালো উইকেটের আশা রাখছি। আমরা জানি, ভালো ব্যাটিং উইকেটে ব্যাট করা ও ব্যাটিং লাইন-আপের আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। এটাও জানি যে, ম্যাচ জেতা ও জয়ের আত্মবিশ্বাস কতটা জরুরি।’
চলতি মাসের শুরুর দিকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে ছিল অল্প রানের উইকেট। মারমার-কাটকাট এই সংস্করণের বিপরিতে গিয়ে ধীরগতির ব্যাটিং দেখা গিয়েছিল সিরিজে। তবে এবার মিরপুরে আবহাওয়া ভালো থাকবে এবং উইকেটে দেড়শ ছাড়ানো স্কোরও হবে বলে ধারণা রাখছেন রাসেল ডোমিঙ্গো।
তিনি বলেন, ‘এই সিরিজে মিরপুরের স্বাভাবিক ও ভালো উইকেটই পাওয়া যাবে বলে আমার ধারণা। এখানে ১৫০-১৬০ রান হবে। এটাই হয়তো পরিস্থিতির দাবি এবং আমরা এই সিরিজটায় এমন কিছুর দিকেই তাকিয়ে থাকব।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com