ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার উপরে

প্রকাশ: ৩০ আগস্ট ২১ । ২১:০০ | আপডেট: ৩০ আগস্ট ২১ । ২১:২৮

গাইবান্ধা প্রতিনিধি

তলিয়ে যাওয়া ফুলছড়ির রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন- সমকাল

উজান থেকে নেমে আসা ঢল ও প্রবল বর্ষণে ব্রহ্মপুত্র নদের পানিবৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় (বিকেল ৬টা পর্যন্ত) গাইবান্ধার ফুলছড়ি পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদী তীরবর্তী এলাকায় বন্যার আশংকা দেখা দিয়েছে।

এ ছাড়া ঘাঘট নদীর পানি কিছুটা বৃদ্ধি পেলেও এখন বিপৎসীমার ১৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিস্তা নদীর পানি ৭ সেন্টিমিটার কমে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে বলে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে।

পানি বৃদ্ধির কারণে ব্রহ্মপুত্র নদের তীরবর্তী সদর উপজেলার কামারজানী ও মোল্লারচর, সাঘাটার হলদিয়া, জুমারবাড়ী, ভরতখালী এবং ফুলছড়ি উপজেলার উড়িয়া, গজারিয়া, ফুলছড়ি, এরেন্ডাবাড়ী ও ফজলুপুর ইউনিয়ন তলিয়ে গেছে। ফলে এসব এলাকার আমন ধান, সবজি ও পাটসহ অন্যান্য ফসল তলিয়ে গেছে।

কামারজানি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সালাম জাকির জানান, পানিবৃদ্ধির কারণে নদীর স্রোত বেড়ে যাওয়ায় ওই ইউনিয়নের ৫টি ওয়ার্ডে ভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহের ব্যবধানে সেখানকার শতাধিক পরিবার তাদের বসতভিটা হারিয়েছেন।

গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান বলেন, আরও দু-একদিন পানিবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com