ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেল হাত

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২১ । ২০:১৭ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২১ । ২০:৪৫

রাজবাড়ী প্রতিনিধি

বিস্ফোরণের পর রিয়াজ মোল্লার বাড়িতে ভিড় করেন এলাকাবাসী। ছবি: সংগৃহীত

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে বিস্ফোরিত হয়ে রিয়াজ মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্রের হাত ঝলসে গেছে। এ সময় তাকে উদ্ধার করে প্রথমে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বুধবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামে এ ঘটনা ঘটে।

রিয়াজ মোল্লা বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র। 

প্রতিবেশি স্থানীয় ইউপি সদস্য মুরাদুল ইসলামের স্ত্রী কাকলী বেগম জানান, বিকট শব্দ শুনে দ্রুত ওই বাড়িতে গিয়ে দেখি রিয়াজের হাত ঝলসে গেছে ও পা দিয়ে রক্ত ঝড়ছিল। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সে ইউটিউব দেখে ম্যাচের কাঠি দিয়ে পটকা বানাচ্ছিল বলে শুনেছি। 

বহরপুর ইউপি সদস্য খলিলুর রহমান বলেন, শুনেছি ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানাচ্ছিল। এতে বিস্ফোরিত হয়ে স্কুল ছাত্রের হাত ঝলসে গেছে। এমনকি টিনের চালও ছিদ্র হয়ে গেছে। 

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুমন কুমার আদিত্য বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ওই কিশোর ইউটিউব দেখে ম্যাচের কাঠি দিয়ে পটকা বানাচ্ছিল। পটকা ফুটানোর সময় সেটি বিস্ফোরিত হয়।তাকে ফরিদপুর হাসপাতালে নেয়া হয়েছে। তদন্ত চলছে, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com