
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে আরও ২ জনের মৃত্যু
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২১ । ০৮:৪০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২১ । ০৮:৪০
রাজশাহী ব্যুরো

ফাইল ছবি
রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে রাজশাহীর একজন ও চাঁপাইনবাবগঞ্জের একজন মারা গেছেন। মৃতদের মধ্যে একজন করোনা পজিটিভ ও একজন উপসর্গ নিয়ে মারা যান।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বুধবার সকালে জানান, গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ১৯ জন। এ নিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১৪৮ জন।
এর আগেরদিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৪৪টি নমুনা পরীক্ষায় ২৫ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এ দিন শনাক্তের হার ১০ দশমিক ২৫ শতাংশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com