সাতশ’র বেশি নারীর অন্তর্বাস চুরি করেছেন তিনি!

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২১ । ১৭:১৫ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২১ । ১৮:৩৯

অনলাইন ডেস্ক

একটি বা দু'টি নয়, একে একে সাতশ’র বেশি নারীর অন্তর্বাস চুরি করেছেন এক ব্যক্তি। তবে অবশেষে গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে তাকে।

সম্প্রতি জাপানে ওইটা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

লন্ড্রিতে জামাকাপড় থেকে শুরু অন্তর্বাস কাচার জন্য পাঠান অনেকেই। কিন্তু মাঝেমধ্যেই খুঁজে পাওয়া যেত না নারীদের অন্তর্বাস। কোথায় যাচ্ছে সেই অন্তর্বাস? তা জানা যাচ্ছিল না। অবশেষে ফাঁস হয় সেই রহস্য। লন্ড্রি থেকে অন্তর্বাস চুরি করতে গিয়ে হাতেনাতে পুলিশের জালে ধরা পড়েন এক ব্যক্তি।

টেটসুও উরাতা নামে অভিযুক্ত ওই ব্যক্তি সম্প্রতি ছয় জোড়া অন্তর্বাস চুরি করতে গিয়েছিলেন। সেসময়ই পুলিশের জালে ধরা পড়েন তিনি। এরপর আটক করে তার বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিশ। দেখা যায়, আরও ৭৩০টি অন্তর্বাস মেলে।

তার ঘরের মেঝেতে পড়ে থাকা অন্তর্বাসগুলোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছে স্থানীয় পুলিশ। তারা জানায়, এর আগে কখনও এত বেশি অন্তর্বাস চুরির ঘটনা জানা যায়নি।

পুলিশের শেয়ার করা ওই ছবিটি ভাইরাল হয়েছে। অভিযুক্ত ব্যক্তির কাজে অবাক হয়েছেন অনেকে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com