
আদালত প্রাঙ্গণে বাদীপক্ষের হামলায় আহত ৩
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২১ । ২৩:১০ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২১ । ২৩:১০
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজার জজকোর্ট এলাকার ছবি, সংগৃহীত
মৌলভীবাজার জজকোর্ট এলাকায় বাদীপক্ষের হামলায় আসামিপক্ষের ৩ জন আহত হয়েছেন। বুধবার দুপুরে জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে এ ঘটনা ঘটেছে। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যার হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, সমাজসেবা অধিদপ্তর থেকে প্রতিবন্ধী ভাতা দেওয়ার ব্যবস্থা করে দেবেন বলে কমলগঞ্জের বড়চেক গ্রামের প্রভাবশালী হারুনুর রশিদ বেশ কিছু টাকা আত্মসাৎ করেন। গত ১৫ মে ওই উপজেলার কালীমন্দির বাজারে স্থানীয়রা প্রতিবাদ সভা করে এর নিন্দা জানান। এতে ক্ষুব্ধ হয়ে হারুনুর রশিদ বিক্ষোভকারী ১৪ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেন। ওই মামলার এক আসামি মশাহিদ আলীকে গত মঙ্গলবার সন্ধ্যার দিকে গ্রেপ্তার করে কমলগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। আদালত শুনানি শেষে আসামির জামিন মঞ্জুর করেন।
এ দিকে আদালত প্রাঙ্গণের আইনজীবী ভবনের সামনে বাদীপক্ষ হারুনুর রশিদ ও তার সহযোগীরা ওত পেতে থাকে। জামিন পেয়ে আসামিসহ প্রতিপক্ষের লোকজন বেরিয়ে এলে তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় তারা। এতে মুমিন খান, মসকন্দর আলী ও শাহরিয়ার আলী আহত হন। গুরুতর আহত মসকন্দর আলীকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলকারীরা পালিয়ে গেলেও তাদের ব্যবহূত প্রাইভেটকার আটক করেছে পুলিশ। হামলাকারী ও হামলার শিকার উভয়পক্ষের বাড়ি কমলগঞ্জের বড়চেক ও ছকোট গ্রামে।
তবে বাদীপক্ষের হারুনুর রশিদ বলেন, এ হামলার সঙ্গে তার ও তাদের পক্ষের কোনো হাত নেই।
মৌলভীবাজার মডেল থানার ওসি ইয়াসিনুল হক জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। এ ঘটনায় এখনও থানায় কোনো মামলা হয়নি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com