চট্টগ্রাম জেনারেল হাসপাতাল

করোনা আক্রান্তদের সেবায় বাইপেপ মেশিন দিল কেএসআরএম

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২১ । ২৩:২২ | আপডেট: ০৮ সেপ্টেম্বর ২১ । ২৩:২২

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে বাইপেপ মেশিন হস্তান্তর করছেন কেএসআরএম কর্তৃপক্ষ-সমকাল

করোনা আক্রান্তদের সেবায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে আটটি অক্সিজেন সরবরাহকারী ডিভাইস (বাইপেপ মেশিন) দিয়েছে ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান কেএসআরএম। বুধবার হাসপাতালের তত্ত্বাবধায়ক ও জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বির কাছে সরঞ্জামগুলো হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের কভিড ইউনিটের ইনচার্জ ডা. আবদুর রব, কেএসআরএমের প্রধান নির্বাহী কর্মকর্তা মেহেরুল করিম, মিডিয়া অ্যাডভাইজার মিজানুল ইসলাম, মেডিকেল অফিসার ডা. মেজবাহ উদ্দিন আহমেদ, সিনিয়র ব্যবস্থাপক আবু সুফিয়ান ও ঊর্ধ্বতন কর্মকর্তা মিজান উল হক।

অনুষ্ঠানে চিকিৎসক আবদুর রব জানান, বাইপেপ মেশিনের মাধ্যমে মূলত প্রকৃতি থেকে অক্সিজেন সংগ্রহ করে সরাসরি রোগীদের সরবরাহ করা যায়। একজন রোগীকে প্রতি মিনিটে ১৫ থেকে ২০ লিটার অক্সিজেন এই মেশিনের মাধ্যমে সরবরাহ করা যায়। বাইপেপ মেশিন পাওয়ায় প্ল্যান্টের অক্সিজেনের ওপর চাপ কমবে।

অনুষ্ঠানে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, কেএসআরএম সংকটকালে বারবার এগিয়ে এসেছে। জেনারেল হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে অক্সিজেন সরবরাহ করেছে বিনামূল্যে। এতে অক্সিজেন সংকটে অকালমৃত্যুর হাত থেকে বেঁচে গেছে অনেক প্রাণ।

মেহেরুল করিম বলেন, করোনার সংক্রমণ এখন অনেকটা স্থিতিশীল আছে। যদিও বিশেষজ্ঞদের ধারণা, অচিরেই শুরু হবে তৃতীয় ঢেউ। সেই ঢেউয়ে প্রাণহানি কমাতে প্রয়োজন ব্যাপক প্রস্তুতি। এ বিবেচনায় কেএসআরএম বাইপেপ মেশিনগুলো দিয়েছে। এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com