কুমিল্লা-৭ উপনির্বাচন: ৩ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২১ । ২২:০২ | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২১ । ২২:০২

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা-৭ (চান্দিনা) আসনের উপনির্বাচনে যাচাই-বাছাই শেষে মঙ্গলবার তিন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। মনোনয়নপত্রে ত্রুটি থাকায় বাতিল হয়েছে এক স্বতন্ত্র প্রার্থীর।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, সোমবার আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্ত, জাতীয় পার্টির লুৎফুর রেজা খোকন, ন্যাপের মো. মনিরুল ইসলাম ও স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকী মনোনয়নপত্র দাখিল করেন। মঙ্গলবার চার প্রার্থীর কাগজপত্র যাচাই-বাছাই শেষে স্বতস্ত্র প্রার্থী মাওলানা সালেহ সিদ্দিকীর মনোনয়নপত্রে বিভিন্ন ত্রুটি থাকায় তা বাতিল করা হয়।

বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার বলেন, স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্রের সঙ্গে বিধি মোতাবেক নির্ধারিত সংখ্যক ভোটারের স্বাক্ষর না থাকা এবং হলফনামায় স্ট্যাম্প না থাকায় তা বাতিল করা হয়।

গত ৩০ জুলাই কুমিল্লা-৭ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য মো. আলী আশরাফ মারা যান। শূন্য ওই আসনের তফসিল অনুযায়ী আগামী ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার এবং প্রতীক বরাদ্দের তারিখ ২০ সেপ্টেম্বর। ৭ অক্টোবর এ আসনে ইভিএমে ভোট হবে। এ আসনের ১৩টি ইউনিয়ন ও পৌরসভায় ৮৩ ভোটকেন্দ্রে মোট ভোটার রয়েছে ২ লাখ ৭৪ হাজার ৫৪ জন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com