টিকা রপ্তানি পুনরায় শুরু করতে পারে ভারত

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২১ । ০১:৫৪ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২১ । ০১:৫৪

অনলাইন ডেস্ক

করোনা টিকা

প্রাপ্তবয়স্কদের একটি বড় অংশকে করোনার টিকাদান সম্পন্ন হওয়া এবং সরবরাহ বাড়ায় ফের প্রতিধেষকটি রপ্তানির বিবেচনা করছে ভারত সরকার।

এ বিষয়ে অবগত এক কর্মকর্তা বলেছেন, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওয়াশিংটন সফরের আগেই ভারত টিকা রপ্তানি পুনরায় শুরুর বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। খবর রয়টার্সের

ভারত এ বছরের এপ্রিলে টিকা রপ্তানি বন্ধ করে দেয়। ফলে বাংলাদেশসহ বিভিন্ন দেশ বিপাকে পড়ে। বিশ্বের সবচেয়ে বড় টিকা উৎপাদক দেশ ভারতের ওই সিদ্ধান্ত বিশ্বজুড়ে টিকা সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলে।

ভারতে প্রাপ্তবয়স্কদের ৬১ শতাংশ এরইমধ্যে টিকার অন্তত একটি ডোজ পেয়েছে। রপ্তানি বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্যের জন্য তারা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিক সাড়া মেলেনি। রপ্তানি বন্ধের আগে ভারত বাংলাদেশসহ প্রায় ১০০টি দেশে টিকার ৬ কোটি ৬০ লাখ ডোজ অনুদান হিসেবে দিয়েছিল অথবা বিক্রি করেছিল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com