
রামেকের করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২১ । ০৮:৫৮ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২১ । ০৮:৫৮
রাজশাহী ব্যুরো

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) করোনা ওয়ার্ডে আরও ৭ জনের মৃত্যু হয়েছে।
এদের মধ্যে রাজশাহীর ৩ জন, নওগাঁর ২ জন,নাটোরের ১ জন ও পাবনার ১ জন বাসিন্দা ছিলেন।
রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী সমকালকে জানান,মৃতদের মধ্যে ৬ জন করোনা উপসর্গ নিয়ে এবং একজন পজিটিভ হয়ে মারা যান।
গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২০ জন। এ নিয়ে ২৪০ শয্যার বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১২২ জন।
গত বুধবার রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ২৮১ টি নমুনা পরীক্ষায় ১৪ জনের করোনা পজেটিভ আসে।
রাজশাহী বিভাগে করোনাভাইরাসে শনাক্তের হার ৪ দশমিক ৯৮ শতাংশ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com