ব্যবসায়ীর বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২১ । ১৩:০১ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২১ । ১৩:০১

 চাঁদপুর প্রতিনিধি

নারায়ণ ঘোষ

চাঁদপুরে নারায়ণ ঘোষ (৬০) নামের এক মিষ্টি ব্যবসায়ীর বস্তাবন্দী গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ৭টায় শহরের বিপনীবাগ বাজারের মেসার্স শরীফ স্টীল ওয়ার্কসপের কারখানার পাশ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

ঘটনার পর থেকে ঘটনাস্থলে পাশের কৃষ্ণ কর্মকারের সেলুনের কর্মচারী রাজু শীল পলাতক রয়েছে। ওই সেলুন থেকে হত্যার আলামত সংগ্রহ করেছে পুলিশ ও পিবিআই। পুলিশের ধারণা, এই সেলুনেই হত্যাকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে।

নিহত নারায়ণ ঘোষ পৌরসভার ৮নং ওয়ার্ডের নতুনবাজার ঘোষপাড়ার মৃত যোগলকৃষ্ণা ঘোষের ছেলে। তার ২ ছেলে ও ১ মেয়ের রয়েছে। তিনি পাইকারিতে দই-মিষ্টি বিক্রি করতেন।

নিহতের ছোট ছেলে রাজু ঘোষ ও ফুফাতো ভাই চন্দ্রনাথ ঘোষ চন্দ্র জানান, নারায়ণ ঘোষ অনেক দিন ধরে পাইকারীতে দই, মিষ্টি বিক্রি করছেন। বুধবার সন্ধ্যায় তিনি টাকা সংগ্রহ করতে বাজারে যান। এরপর আর বাড়ি ফেরেননি। সকালে তার বস্তাবন্দী লাশের খবর পান তারা।

তারা আরও জানান, ঘটনার রাতে নিহত নারায়ণ ঘোষের কাছে বাজার থেকে সংগ্রহ করা টাকা এবং হাতে একটি স্বর্ণের আংটি ছিল। এসব নিয়ে রাতে তিনি কৃষ্ণ কর্মকারের সেলুনে সেভ করতে যান।

বিপনীভাগ বাজারের নাইট গার্ড মো. ইসমাইল বকাউল জানান, বুধবার রাত ২টার দিকে কৃষ্ণ কর্মকার সেলুনের কর্মচারী রাজু শীল দোকান খুলে একটি বস্তা নিয়ে আবার দোকানে ঢোকেন। দূর থেকে তিনি জিজ্ঞেস করলে রাজু জানান, সামনে পূজা তাই দোকান পরিস্কার করছেন। কিছুক্ষণ পর রাজু বস্তাটি টেনেহিঁচড়ে পাবলিক টয়লেটের কাছে নিয়ে যান। এবারও জিজ্ঞেস করলে তিনি জানান, দোকানের ময়লা-আবর্জনা পাবলিক টয়লেটের কাছে ফেলে দিচ্ছেন। এরপর ভোর চারটায় রাজু শীল সেলুন বন্ধ বেরিয়ে যান।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায়।

তিনি জানান, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করা হয়েছে। প্রত্যক্ষদর্শী নাইটগার্ড এবং পরিবারের বক্তব্য নেওয়া হয়েছে। ঘটনার আরও তদন্ত করে অভিযুক্তকে আটক করা হবে।

তিনি আরও বলেন, এই ঘটনার সাথে অন্য কোনো বিষয় জড়িত আছে কিনা সেটিও খতিয়ে দেখা হচ্ছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলেও জানান তিনি।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আসিফ মহিউদ্দিন, চাঁদপুর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুর রশিদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com