ওমরাহ করতে গেলেন বাংলাদেশের ৭ ক্রিকেটার

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২১ । ১৫:৩২ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২১ । ১৫:৩২

স্পোর্টস ডেস্ক

ছুটি পেয়ে ওমরাহ পালনে যাচ্ছেন তাসকিনরা। ছবি-ফেসবুক

টানা তিন সিরিজ শেষ করে বিশ্রামে আছেন ক্রিকেটাররা। বিশ্বকাপের আগে আর কোনো ব্যস্ততা নেই। বিশ্বকাপ মিশনে যাওয়ার আগে কিছুদিন ছুটি পেয়েছেন ক্রিকেটাররা। এ সুযোগ বিশ্বকাপ দলের পাঁচ সদস্যসহ সাত ক্রিকেটার পবিত্র ওমরাহ পালন করতে গেলেন। আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটের ফ্লাইটে সৌদি আরবের উদ্দেশে দেশ ছেড়েছেন তারা।

ওমরাহ করতে যাওয়া ক্রিকেটারদের মধ্যে বিশ্বকাপ স্কোয়াডে আছেন তাসকিন আহমেদ, আফিফ হোসেন, নাঈম শেখ, মোহাম্মদ সাইফউদ্দিন এবং নুরুল হাসান সোহান। এছাড়াও যাচ্ছেন তাইজুল ইসলাম এবং জাকির হাসান।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, ওমরাহ শেষ করে ২১ সেপ্টেম্বর দেশে ফিরে আসার কথা রয়েছে এই ৭ ক্রিকেটারের। দেশে ফেরার পর মাত্র কয়েকদিন পরিবার-পরিজনের সঙ্গে কাটাতে পারবেন তারা।

তারপর শুরু হবে বিশ্বকাপ মিশন। বিশ্বকাপ সামনে রেখে আগামী ৪ অক্টোবর দেশ ছাড়বে জাতীয় দলের বহর। ওমানে গিয়ে সেখানে কন্ডিশনিং ক্যাম্প করবে মাহমুদউল্লাহ রিয়াদের দল।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com