
কমিটি গঠনে স্বাক্ষর জাল
স্বেচ্ছাসেবক দলের ঢাকা বিভাগীয় টিম প্রধানকে উকিল নোটিশ
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২১ । ২৩:১৩ | আপডেট: ১৬ সেপ্টেম্বর ২১ । ২৩:১৩
সমকাল প্রতিবেদক

অনৈতিক সুবিধা নিয়ে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটির গঠনের সময় এক নেতার স্বাক্ষর জাল করায় ঢাকা বিভাগীয় টিম প্রধানকে উকিল নোটিশ পাঠানো হয়েছে। বৃহস্পতিবার স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও ঢাকা বিভাগীয় স্বেচ্ছাসেবক টিম প্রধান আবুল কালাম আজাদকে এ নোটিশ পাঠান শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সমিউর রহমান দিপু খান।
মুন্সিগঞ্জ জেলা জর্জ কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ মাহবুবুর রশিদের (সবুজ) মাধ্যমে পাঠানো উকিল নোটিশে আগামী ৭ দিনের মধ্যে জাল করা ডকুমেন্টস প্রত্যাহার করার জন্য বলা হয়েছে। তা না হলে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে।
নোটিশে বলা হয়, শ্রীনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের জন্য ৬ সেপ্টেম্বর কাজী শামীম সাচ্চু, মাহবুবুর রহমান মিন্টু ও কে এম রাজিব সম্পর্কে যে আবেদন করা হয় তা আমি করি নাই। কে বা কারা আমার নাম ব্যবহার করে তাদের নামে আবেদন করেছে তা আমার জানা নেই। আমার মোয়াক্কেলের নামে চিঠি পাঠিয়ে যে বিষয়গুলো বলা হয়েছে, তা মিথ্যা, বানোয়াট, ষড়যন্ত্রমূলক, ভিত্তিহীন ও কাল্পনিক। শ্রীনগর উপজেলার প্যাডে আমার মোয়াক্কেলের স্বাক্ষর জাল করে ও তা ব্যবহার করে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর পাঠানো হয়েছে।
উল্লেখ্য, ঢাকা বিভাগীয় টিমের প্রধান কেন্দ্রীয় সহ সভাপতি আবুল কালাম আজাদ। তার সঙ্গে রয়েছে- ঢাকা বিভাগীয় সহসভাপতি আরিফ হাওলাদার, সহ সাধারণ সম্পাদক জুলফিকার আলী জনি, সহ সংগঠনিক মুহাম্মদ শরিফ ফেরদৌস। মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় স্বেচ্ছাসেবক দলের জন্য জেলা কমিটির সুপারিশকৃত নেতাদের বাদ দিয়ে টিমের প্রধান অনৈতিক সুবিধা নিয়ে ওই এলাকার স্বেচ্ছাসেবক দলের এক কেন্দ্রীয় সহ সভাপতির পক্ষে কমিটি দেওয়ার প্রক্রিয়া চলমান রেখেছেন।
জানা গেছে, টিম প্রধান আর্থিক ও রাজনৈতিকভাবে সুবিধা নিয়ে কমিটি দিচ্ছেন এমনটি জানতে পেরে স্থানীয় বিএনপি, উপজেলা বিএনপি এবং স্বেচ্ছাসেবক জেলা ও উপজেলা কেন্দ্রীয় দপ্তরে অভিযোগ করেন। সেই অভিযোগের সত্যতা যাচাই করার জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশ দেন। কিন্তু টিম প্রধান সেটি না করে উল্টো স্বাক্ষর জাল করে, ভুল তথ্যের মাধ্যমে নিজের মতো করে প্রতিবেদন জমা দেন। এর প্রেক্ষিতে এই উকিল নোটিশ পাঠানো হয়।
এ বিষয়ে মুন্সিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সিদ্দিক মোল্লা বলেন, আবুল কালাম আজাদ একটা পক্ষকে সামনে আনার মিশন নিয়ে কাজ করছেন। সে জেলার কোনো কথাই শুনতে চায় না। সামিউর রহমান দিপুর একটি অভিযোগ গিয়েছে কেন্দ্রে। কেন্দ্রের নির্দেশে তার একটি প্রতিবেদন কালাম দিয়েছেন যা পক্ষপাতমূলক। কালাম দিপুকে কোনো ফোনই দেননি। না জানিয়েই একটি পক্ষপাতমূলক প্রতিবেদন জমা দেন।
জানতে চাইলে গত মঙ্গলবার আবুল কালাম আজাদ কোন কথাই বলতে চাননি। অনিয়মের কথা বলার সাথে সাথে তিনি ফোন কেটে দেন। এরপর একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com