ক্রিকেট কোচ, লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২১ । ১২:০৬ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২১ । ১২:০৬

ক্রীড়া প্রতিবেদক

জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

চলতি সেপ্টেম্বর মাসের শুরুতে ফুসফুসের সংক্রমণ ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ধানমন্ডির আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৭০ বছর বয়সী সাবেক এই কোচ। গত শুক্রবার থেকে তার অবস্থার আরও অবনতি হওয়ায় ভেন্টিলেশনে ছিলেন তিনি। 

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোচ জালাল আহমেদ চৌধুরী। কোচিং পেশা ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত সেরা কোচদের একজন ছিলেন তিনি। 

জালাল আহমেদ চৌধুরী ক্রিকেট খেলেছেন সত্তর ও আশির দশকে। পরে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন দায়িত্বে ছিলেন। তার হাত ধরে বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, আশরাফুল-তুষার ইমরানরা  উঠে এসেছেন। শুধু ক্রিকেট খেলা ও কোচিং নয়, ক্রীড়া সাংবাদিকতাও করেছেন তিনি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com