গুরুকে নিয়ে মাশরাফির আবেগঘন বার্তা

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২১ । ১৫:৫৭ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২১ । ১৫:৫৭

স্পোর্টস ডেস্ক

জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুতে শোকাহত দেশের ক্রিকেটাঙ্গন

জাতীয় ক্রিকেট কোচ ও খ্যাতিমান ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। 

মঙ্গলবার সকালে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক দেবব্রত পাল জালাল আহমেদ চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

বাংলাদেশের ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে কোচ জালাল আহমেদ চৌধুরী। কোচিং পেশা ছাড়ার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড স্বীকৃত সেরা কোচদের একজন ছিলেন তিনি।

তার মৃত্যুতে শোকাহত দেশের ক্রিকেটাঙ্গন। সোশ্যাল সাইটে শোক প্রকাশ করছেন ক্রিকেটাররা।

নিজের ফেসবুকে একটি ছবি শেয়ার করে মাশরাফি লিখেছেন, 'যাদের হাত ধরে ক্রিকেট জীবন শুরু করা, তাদের বিদায়গুলো এভাবে দেখা খুবই কঠিন। স্যার আপনার অধীনে খেলা, আপনার আদেশ, ড্রেসিংরুমে আপনার স্থির থাকা, আপনার লেখা- এসব কিছুই এখন স্মৃতি হয়ে গেলো। বাংলাদেশ ক্রিকেটে আপনার অবদান যারা দেখেছে, তারা আজীবন মনে রাখবে। অসংখ্য খেলোয়াড়ের গুরু ছিলেন আপনি, আর হয়েও থাকবেন। ওপারে ভালো থাকবেন স্যার। আল্লাহ আপনাকে জান্নাতবাসী করুন, আমিন।'

লিটন কুমার দাস লিখেছেন, 'হঠাৎ খবরটা পেলাম! বিখ্যাত ক্রিকেট কোচ ও ক্রিকেট লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই।'

তামিম ইকবাল লিখেছেন, 'বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক কোচ ও বরেণ্য ক্রীড়া লেখক জালাল আহমেদ চৌধুরী আর নেই। মঙ্গলবার বেলা ১১টা ২৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com