রড ও অ্যাসিড হাতে নায়িকাকে আক্রমণ, অভিযোগ থানায়

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২১ । ১৬:৫০ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২১ । ১৭:০৯

বিনোদন ডেস্ক

হামলার চেষ্টা করা হয়েছে কলকাতার নায়িকা পায়েল ঘোষের ওপর। ওষুধ কিনে ফেরার সময় মুম্বাইয়ের রাস্তায় হঠাতই কয়েকজন দুষ্কৃতিকারী অভিনেত্রীর ওপর চড়াও হয়। নিজের গাড়িতে ওঠার সময় তারা আক্রমণ করে বলে অভিযোগ পায়েলের। তিনি জানিয়েছেন, তাদের হাতে কাঁচের বোতল ছিল। বেশ কিছুক্ষণ ধ্বস্তাধস্তির পর দুস্কৃতিকারীদের হাত থেকে পালাতে সক্ষম হন তিনি। 

ধ্বস্তাধস্তির ফলে বাম হাতে সামান্য আঘাতও পেয়েছেন নায়িকা। নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে হাতে ক্রেপ ব্যান্ডেজ পরা ছবিও শেয়ার করেছেন তিনি। অভিনেত্রীর অনুমান- কাচের বোতলে দুস্কৃতিকারীদের হাতে অ্যাসিড ছিল। ইনস্টাগ্রামে পায়েলের ফ্যান পেজ একটি ভিডিও পোস্ট করেছে। সেখানেই ঘটনা বিস্তারিত ভাবে জানাতে দেখা গেছে অভিনেত্রীকে।

ইনস্টাগ্রামে ভিডিও শেয়ার করে পায়েল বলেন, আমি ওষুধ কিনতে গেছিলাম, ড্রাইভারের সিটে বসতে যাব, সেই সময় মুখ ঢাকা কয়েকজন এসে আমাকে টানাটানি শুরু করে। তাদের হাতে কাচের বোতলও ছিল, কোনোরকমে পালিয়ে বাঁচি। হামলাকারীরা মুখোশ পরে থাকায় তাদের চিনতে পারেননি নায়িকা।

তিনি আরও বলেন, ‘ওরা আমাকে রড দিয়ে মারার চেষ্টা করছিল। আমি পালাতে চেষ্টা করি এবং চিৎকার করি। তখনই একটি রড আমার বাম হাতে এসে পড়ে। আমি চোট পাই। এই ধরনের ঘটনা আমার সঙ্গে কখনও ঘটেনি। জীবনে প্রথম মুম্বাইয়ে এই অভিজ্ঞতার মুখোমুখি হলাম। আমি জানি না কী করে এমন হলো।' 

ঘটনার জেরে এখনও ভয়ে ভয়ে রয়েছেন নায়িকা। এ ঘটনায় তিনি মুম্বাই থানায় অভিযোগ দায়ের করেছেন বলেও জানিয়েছেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com