বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই: লাবু চৌধুরী

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২১ । ০১:৩৩ | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২১ । ০১:৩৩

সালথা (ফরিদপুর) প্র‌তি‌নি‌ধি

ছবি: সমকাল

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির রাজনৈতিক প্রতিনিধি এবং তার ছোট ছে‌লে কৃষি গবেষক শাহদাব আকবর লাবু চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ।

সোমবার ফরিদপুরের সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ৯টি ওয়ার্ডে আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দিনব্যাপী বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়, পিসনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাঊষখালী উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলনের আয়োজন করে বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগ।

লাবু চৌধুরী বলেন, 'শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে তৃণমূলকে শক্তিশালী করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। দলকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুস মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সালথা উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও উপনেতার একান্ত সচিব মো. শফি উদ্দিন, সালথা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বার, সালথা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী দেলোয়ার, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন গিয়াস, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, আইন বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম। 

এছাড়া ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা শ্রমিক লীগের সভাপতি খন্দকার সাইফুর রহমান শাহিন, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেনসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা এ সময় উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠানে শাহাদাব আকবর লাবু চৌধুরীর উপস্থিতিতে জনসমর্থন বিবেচনায় ইউনিয়নের ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন করা হয়।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com