ঢাবির হলে অবস্থান করা শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ

প্রকাশ: ০৩ অক্টোবর ২১ । ১৫:০৪ | আপডেট: ০৩ অক্টোবর ২১ । ১৫:০৪

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

ফাইল ছবি

হল প্রশাসনের অনুমতি ব্যতীত যেসব শিক্ষার্থী হলে প্রবেশ এবং অবস্থান করছেন তাদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটি। শনিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির এক জরুরি সভায় নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর শনিবার রাতেই শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশটি দেওয়া হয়।

শিক্ষার্থীরা জানায়, হল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা হলে প্রবেশ এবং অবস্থান করছে, তাদের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের জন্য কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না- এই মর্মে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাদের আগামী ৭ অক্টোবরের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

এ ছাড়া কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি আবাসিক হলের তালা ভেঙে হলে প্রবেশ করেছেন এবং হলের বৈদ্যুতিক লাইন ও পানির সংযোগ নিজ দায়িত্বে চালু করে বিশ্ববিদ্যালয়ের আইন লঙ্ঘন করেছেন তাদেরকে তদন্তের মাধ্যমে চিহ্নিত করে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষকে আগামী সাত কার্যদিবসের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে।

প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভায় উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ, বিভিন্ন হলের প্রভোস্ট, বিভিন্ন হোস্টেলের ওয়ার্ডেন এবং প্রক্টর উপস্থিত ছিলেন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com