মা ছেলেকে অপহরণ: এএসপিসহ ৩ সিআইডি সদস্যের জামিন আবারও নামঞ্জুর

প্রকাশ: ০৪ অক্টোবর ২১ । ০০:১৭ | আপডেট: ০৪ অক্টোবর ২১ । ০০:১৭

দিনাজপুর প্রতিনিধি

মা ও ছেলেকে অপহরণের ঘটনায় দায়ের করা মামলার আসামি রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনষ্টেবল আহসানুল হকের জামিন আবারও নামঞ্জুর করেছে আদালত। 

রোববার বিকেলে দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজিজ আহমেদ ভুঞা এই আদেশ দেন। দুপক্ষের আইনজীবদের বক্তব্য শেষে ওই আদেশ দেন আদালত। ওই আদালতের পেশকার আমিজার রহমান বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন। 

এ নিয়ে তিনবার আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর হল।

এর আগে গত বৃহস্পতিবার আদালতে ওই তিন সিআইডি সদস্যকে হাজির করা হয়। এ সময় তাদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট সাইফুল ইসলাম। 

চলতি বছরের ২৩ আগষ্ট রাত ৯টার দিকে চিরিরবন্দর উপজেলার নান্দেরাই সালেমান শাহ পাড়া এলাকার লুৎফর রহমানের বাড়িতে ৬-৭ জন ব্যক্তি প্রবেশ করে। এ সময় তারা নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য ও র‌্যাবের সদস্য পরিচয় দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে বাড়ির আসবাবপত্র তছনছ করে। 

পরে তারা লুৎফর রহমানকে না পেয়ে স্ত্রী জহুরা বেগম ও ছেলে জাহাঙ্গীর আলমকে তুলে নিয়ে যায়।  পরে অপহরণকারীরা স্বজনদের কাছে ফোন করে ভিকটিমদের উদ্ধারের জন্য ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। 

পরিবারের সদস্যরা বিষয়টি চিরিরবন্দর থানা পুলিশকে অবহিত করে এবং সেখানে লিখিত অভিযোগ দায়ের করে। 

এরই মধ্যে পরিবারের সদস্যরা অপহরনকারীদেরকে ৮ লাখ টাকা দিতে চায়। সেই মোতাবেক অপহরণকারীরা টাকা নিতে আসলে বাশেরহাট এলাকায় আসলে ওৎ পেতে থাকা পুলিশ সদস্যরা অপহরণকারীদেরকে আটক করে। 

এই ঘটনায় অপহৃত জাহাঙ্গীর আলম বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন- রংপুর সিআইডির এএসপি সারোয়ার কবির, এএসআই হাসিনুর রহমান ও কনষ্টেবল আহসানুল হক, মাইক্রোবাস চালক হাবিব, নিমনগর বালুবাড়ী এলাকার এনামুল হকের ছেলে ফসিহ উল আলম পলাশ, চিরিরবন্দর উপজেলার আন্ধারমুহা গ্রামের মৃত: এন্তাজুল হকের ছেলে আরেফিন শাহ, শহরের ৬নং উপশহর  খেরপট্টি এলাকার সোহেল, সুইহারী চৌরঙ্গী বাজারের রিয়াদ, ২নং উপশহর এলাকার সুমন ও ৩নং উপশহর এলাকার জাহিদ। 

মামলায় বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে বাড়িতে অনধিকার প্রবেশ, জখম, চুরি, চাঁদাবাজি, অপহরণ, মুক্তিপণ দাবি, প্রাণনাশের হুমকির অভিযোগ আনা হয়েছে। ওই মামলায় এএসপিসহ ৩ সিআইডি সদস্যকে গ্রেপ্তার করা হয়।



© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com