
ইয়াবার কারবারে 'জিম্মি কৌশল'
টেকনাফে এক বছরে ২৪ ঘটনা
প্রকাশ: ০৪ অক্টোবর ২১ । ০০:০০ | আপডেট: ০৪ অক্টোবর ২১ । ০২:৫২ | প্রিন্ট সংস্করণ
ইন্দ্রজিৎ সরকার

হারুন অর-রশিদ নামে এক ব্যক্তি রাজধানীর হাতিরঝিল থানায় অভিযোগ করেন, তার ছেলে ফরহাদ হোসেনকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। মুক্তিপণ হিসেবে সাড়ে তিন লাখ টাকা না দেওয়া হলে তাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগের সূত্র ধরে তদন্তে নেমে অন্যরকম এক কাহিনি জানতে পারেন গোয়েন্দারা। তদন্ত-সংশ্নিষ্টরা বলছেন, ইয়াবা কারবারিরা এখন নতুন এক কৌশল ব্যবহার করছে। তারা কক্সবাজারের টেকনাফে গিয়ে ইয়াবার চালান আনার সময় দলের একজনকে 'জিম্মি' হিসেবে রেখে আসে। পাইকারি কারবারিরা পুরো টাকা হাতে না পাওয়া পর্যন্ত তাকে আটকে রাখে। আর টাকা না পেলে তাকে নির্যাতন করে ভিডিওকলে পরিবারের সদস্যদের দেখিয়ে মুক্তিপণ আদায় করা হয়। এই ব্যবস্থাতেই ফরহাদকে আটকে রেখেছিল মাদক কারবারিরা।
টেকনাফ পুলিশ বলছে, ইয়াবার অর্থ লেনদেনের এই অভ্যন্তরীণ কৌশল এখন ব্যাপকভাবে ব্যবহূত হচ্ছে। পুরো বা আংশিক বাকিতে নেওয়া চালানের অর্থের জন্য জিম্মি হিসেবে একজনকে আটকে রাখা হয়। গত এক বছরে এমন অন্তত ২৪টি ঘটনা ঘটেছে। স্বজনের অপহরণের অভিযোগ পেয়ে পুলিশ মাঠে নেমে পেয়েছে ইয়াবার কারবারের অর্থ লেনদেন নিয়ে জটিলতার তথ্য।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার শাহাদত হোসেন সুমা সমকালকে বলেন, হাতিরঝিলের এক যুবককে অপহরণ করে মুক্তিপণ আদায়ের অভিযোগে শনিবার টেকনাফ থেকে তিনজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো- সাব্বির আহমেদ, নুরুল আমিন ও সাদ্দাম হোসেন। এ সময় তাদের হেফাজতে থাকা অপহৃত তরুণকেও উদ্ধার করা হয়। পরে তাদের তথ্যে রোববার হাতিরঝিল থেকে মামলার এজাহারভুক্ত আসামি সামির আহাম্মেদ ওরফে লাদেনকে গ্রেপ্তার করা হয়। এই চক্রটি ইয়াবার কারবারে জড়িত বলে জানা গেছে।
ডিবির তদন্ত-সংশ্নিষ্টরা জানান, ইয়াবা কারবারে বেশি টাকা লগ্নি না করার উপায় হিসেবে বিক্রি করে টাকা পরিশোধের কৌশল নিয়েছে বিভিন্ন চক্র। সাধারণত তারা ইয়াবার চালানের মোট দামের একাংশ নগদ দেয়। আবার কখনও পুরোটাই বাকি রাখে। টাকা দেওয়ার নিশ্চয়তা হিসেবে নিজের দলের কাউকে ইয়াবার কারবারিদের জিম্মায় দিয়ে আসে। গ্রেপ্তার লাদেন জানিয়েছে, সে ইন্টারনেট সংযোগ দেওয়ার কাজ করে। তার পরিচিত বড় ভাই পারভেজ ঢাকার পোস্তগোলা এলাকায় ইয়াবা বিক্রি করে। সে ইয়াবা আনার জন্য লাদেনকে কক্সবাজারে মুজাহিদ নামে একজনের কাছে পাঠায়। তবে মুজাহিদ তার হাতে ইয়াবা না দিয়ে চক্রের আরেক সদস্য জাহিদের মাধ্যমে দুই হাজার ইয়াবা পাঠিয়ে দেয়। এ সময় তারা লাদেনকে আটকে রাখে। তাকে বলা হয়, ইয়াবার টাকা হাতে পেলে তাকে ছেড়ে দেওয়া হবে। এ পর্যায়ে সে অনেক অনুরোধ করে টাকা পরিশোধের শর্তে ঢাকায় ফিরে আসে। কিন্তু এখানে এসে পারভেজের ফোন বন্ধ পায়। নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা জোগাড় করতে না পেরে সে ইয়াবা কারবারিদের দেওয়া বিকল্প পথ বেছে নেয়। এলাকার ছোট ভাই ফরহাদকে বেড়ানোর কথা বলে টেকনাফে নিয়ে যায় সে। সেখানে তাকে সাদ্দাম, মুজাহিদ, নুরুল আমিন ও সাব্বিরের জিম্মায় দিয়ে সে আবার ঢাকায় চলে আসে। তখন টাকা উদ্ধারে ইয়াবা কারবারিরা ফরহাদের বাবার কাছে সাড়ে তিন লাখ টাকা মুক্তিপণ চায়।
উদ্ধারের পর আদালতে দেওয়া জবানবন্দিতে ফরহাদ হোসেন জানায়, লাদেন তাকে কোনো খরচ ছাড়াই কক্সবাজারে বেড়াতে যাওয়ার প্রস্তাব দেয়। এতে রাজি হয়ে গত ২ সেপ্টেম্বর সে রওনা হয়। সেখানে তাকে তিন-চারজন অচেনা লোকের হাতে তুলে দেওয়া হয়। তার হাত-পা ও চোখ বেঁধে একটি ঘরে আটকে রেখে মারধর করা হয়। এর ১৫-২০ দিন পর সাদ্দাম নামে ওই দলের একজন ফরহাদের বাবাকে ভিডিওকল দিয়ে মুক্তিপণ চায়। এ সময় তাকে নির্যাতন করে ভিডিওকলের মাধ্যমে দেখানো হয়। ফরহাদের বাবা তখন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠান। শেষে ২ অক্টোবর রাতে টেকনাফের সাবরাং এলাকায় নুরুল আমিনের বাসা থেকে তাকে উদ্ধার করে ডিবি।
ডিবি ও টেকনাফ পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা বা অন্য স্থান থেকে টেকনাফে যাওয়া ইয়াবা কারবারি ও সেখানকার স্থানীয় পাইকারি কারবারিরা সমঝোতার ভিত্তিতেই জিম্মি প্রথা চালু করেছে। অনেক সময় দু'পক্ষ কথা অনুযায়ী কাজ করায় এটা নিয়ে কোনো অভিযোগ পাওয়া যায় না। অর্থাৎ একপক্ষ ফিরে গিয়ে টাকা পাঠায়, আর এখানকার জিম্মিকে ছেড়ে দেওয়া হয়। তবে টাকা না পাওয়ায় আটকে মুক্তিপণ আদায় বা আদায়ের চেষ্টার ঘটনাও কম নয়। অনেক ক্ষেত্রে ভুক্তভোগীকে প্রকৃত ঘটনা না জানিয়ে জিম্মি হিসেবে মাদক কারবারিদের জিম্মায় দিয়ে আসা হয়। টেকনাফ থেকে চালান নিয়ে যাওয়া ব্যক্তি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে ধরা পড়ে বা ইয়াবার চালান জব্দ হয়। তখন টাকা দিতে না পারায় তার সঙ্গী ওখানে আটকে পড়ে। এসব কারবারে জড়িতদের মধ্যে অবিশ্বস্ত হওয়ার ঘটনাও বিরল নয়। আর ক্ষতি পোষাতে টেকনাফের পাইকারি কারবারিরা জিম্মিকে নির্যাতন করে টাকা আদায়ের চেষ্টা চালায়।
টেকনাফ থানার ওসি হাফিজুর রহমান সমকালকে বলেন, মাঝেমধ্যেই অভিযোগ পাওয়া যায়, কোনো যুবককে অপহরণ করে আটকে রাখা হয়েছে। মুক্তিপণ হিসেবে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়েছে। তবে তাদের উদ্ধারে নেমে শেষ পর্যন্ত ইয়াবার কারবারের টাকা আদায়ে জিম্মি করে রাখার ঘটনা পাওয়া যায়। অনেক সময় পুলিশ উদ্ধার অভিযানে নামতেই কারবারিরা জিম্মিকে ছেড়ে দেয়। গত এক বছরে প্রতি মাসেই এমন দু-তিনটি করে ঘটনা ঘটেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com