সাকিবের প্রশংসায় কলকাতার অধিনায়ক

প্রকাশ: ০৪ অক্টোবর ২১ । ১৩:০০ | আপডেট: ০৪ অক্টোবর ২১ । ১৩:০০

স্পোর্টস ডেস্ক

সুযোগ পেয়েই বল হাতে উজ্জ্বল সাকিব আল হাসান

লম্বা সময় পর রোববার রাতে কলকাতা নাইট রাইডার্স একাদশে ফিরেছেন সাকিব আল হাসান। সুযোগ পেয়েই দলের জয়ে ভূমিকা রেখেছেন এই অলরাউন্ডার। ব্যাট হাতে সুযোগ না পেলেও বল হাতে স্বভাবজাত সাকিবকেই দেখা গেছে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। 

৪ ওভার বল করে রান খরচ মোটে ২০, উইকেট শিকার একটি। হায়দরাবাদকে ১১৫ রানে আটকে দিতে সাকিবের বোলিংয়ের ভূমিকা অসামান্য। ম্যাচ শেষে তাই টাইগার অলরাউন্ডারের প্রশংসা করতে ভোলেননি কেকেআর অধিনায়ক ইয়ন মরগ্যান। 

এমন দুর্দান্ত জয়ে সাকিবের ভূয়সী প্রশংসা করেছেন কলকাতার অধিনায়ক মরগান। সাকিবের পারফরম্যান্সের প্রশংসা ঝড়ল নাইট অধিনায়কের কণ্ঠে।

ম্যাচের পর মরগান বললেন, 'আমাদের এই বিশাল জয়ে সাকিবের অবদান অনেক। সাকিবের মতো এত অভিজ্ঞ একজন আন্তর্জাতিক তারকাকে রাখলে দলের গভীরতা ও শক্তি বেড়ে যায়। তার স্কোয়াডে থাকা মানে বিরাট বিলাসিতা। সে এসেছে এবং ম্যাচে অনেক বড় প্রভাব রেখেছে। দুর্দান্ত ছিল সে।'

সাকিবকে নিয়ে মরগানের এমন প্রশংসায় যে প্রশ্ন সামনে চলে আসে, তবে এতোদিন ধরে সাকিবকে কেন ডাগআউটে রাখা হয়েছিল? আমিরাত পর্বে সাকিব কেন অবহেলিত ছিলেন? এ নিয়ে কোনা বক্তব্য দেননি নাইট অধিনায়ক।

এই জয়েও শেষ চারে জায়গা নিশ্চিত হয়নি কেকেআরের। গতবারের মতো যেন এবারও গ্রুপ পর্বেই ছিটকে যেতে না হয়, সেদিকে মনোযোগ মরগ্যানের। 

তিনি বলেন, 'গত বছর আমরা প্লে অফে খেলতে পারিনি। আমরা জানি আমাদের স্কোয়াড কত ভালো। আমরা ভালো ক্রিকেট খেলতে মনোযোগ দিচ্ছি। আমরা ভালো ক্রিকেট খেলছি। আমাদের মনোভাব, প্রয়োগ সব ঠিক ছিল।'

কলকাতার পরের ম্যাচ রাজস্থান রয়্যালসের বিপক্ষে। বৃহস্পতিবারের যে ম্যাচে মুখোমুখি হতে পারেন বাংলাদেশের দুই তারকা সাকিব ও মোস্তাফিজ। যদিও বা এই দুই দলের কারও এখনও শেষ চার নিশ্চিত হয়নি।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com