'অত্যাবশ্যক পরিষেবা আইনের' খসড়ায় নীতিগত অনুমোদন মন্ত্রিসভার

প্রকাশ: ০৪ অক্টোবর ২১ । ১৪:০৭ | আপডেট: ০৪ অক্টোবর ২১ । ১৪:৩০

সমকাল প্রতিবেদক

সোমবার মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ফোকাস বাংলা

'অত্যাবশ্যক পরিষেবা আইন, ২০২১'-এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি জানান, বৈঠকে 'অত্যাবশ্যক পরিষেবা আইন' ছাড়াও আরও দুটি আইনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এগুলো হলো- 'স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) আইন, ২০২১' এবং 'চিটাগং ডিভিশন ডেভেলপমেন্ট বোর্ড অর্ডিন্যান্স, ১৯৭৬ (রহিতকরণ) আইন, ২০২১'।

এ ছাড়া 'জবরদস্তি শ্রম সম্পর্কিত আইএলও কনভেনশন, ১৯৩০'-এর প্রটোকল ২৯ অনুসমর্থনের প্রস্তাবও মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি আরও জানান, বৈঠকে গত ২৩ ও ২৪ আগস্ট ২০২১ মেয়াদে পররাষ্ট্রমন্ত্রীর দক্ষিণ আফ্রিকা সফর এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ইরান ও কাতার সফর সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।





© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com