
৩৩ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড
প্রকাশ: ১০ অক্টোবর ২১ । ১৩:১১ | আপডেট: ১০ অক্টোবর ২১ । ১৩:১১
অনলাইন ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। সম্প্রতি প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানটি ৬ পদে মোট ৩৩ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
সহকারী পরিচালক (প্রশাসন) পদে নেওয়া হবে ১১ জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী পরিচালক (নিরাপত্তা ও অনুসন্ধান) পদে নেওয়া হবে ৪ জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
সহকারী পরিচালক (জনসংযোগ) পদে নেওয়া হবে ২ জন। শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল: ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
রসায়নবিদ পদে নেওয়া হবে ৯ জন। শিক্ষাগত যোগ্যতা রসায়ন শাস্ত্রে স্নাতকোত্তর ডিগ্রি। বেতন স্কেল ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা।
এছাড়াও অন্যান্য পদে নেওয়া আরও ৭ জন।
আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://bpdb.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১১ অক্টোবর সকাল ১০ টা থেকে ৩১ অক্টোবর বিকাল ৫ টা পর্যন্ত আবেদন করা যাবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com