অ্যামাজন নিয়ে যে ভবিষ্যদ্বাণী ফললো না

প্রকাশ: ১১ অক্টোবর ২১ । ১৯:১৭ | আপডেট: ১১ অক্টোবর ২১ । ১৯:১৭

অনলাইন ডেস্ক

১৯৯৯ সালে আমেরিকান ম্যাগাজিন ব্যারন’স-এর এক সংখ্যায় অ্যামাজন নিয়ে একটা প্রচ্ছদ কাহিনি (কাভার স্টোরি) প্রকাশ করেছিল, যার শিরোনাম ছিল ‘অ্যামাজন.বোম্ব’। সেখানে অ্যামাজনের শেয়ার স্টক মার্কেটে মুখ থুবড়ে পড়বে বলে ভবিষ্যদ্বাণী করেছিল। শুধু তাই নয়, বলেছিল ইন্টারনেটে তারাই ব্যাপক সাফল্য পাবে যারা সরাসরি নিজেদের পণ্য বিক্রি করে। জেফ বোজোসকে খারিজ করে দিয়ে বলেছিল তিনিও স্রেফ আরেকজন মধ্যস্থতাকারী। অ্যামাজনের সিইও জেফ বেজোস নতুন ব্যবসার অগ্রদ্রুত বলাটা বোকামি। 

এখন এটা বলা যেতেই পারে ওই প্রচ্ছদ কাহিনি বেশিদিন আগের নয়। যার মাত্র দুই দশক পর অ্যামাজনের বাজার মূল্য ১ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে দাঁড়াল এবং জেফ বেজোস বিশ্বের শীর্ষ ধনীদের একজন হলেন। জেফ বেজোস ওই প্রচ্ছদ প্রতিবেদনকে আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে উৎসাহমূলক বার্তা দিয়ে শেয়ার দিয়েছেন। খবর এনডিটিভি’র। 

১৯৯৯ সালের ওই স্টোরি শেয়ার দিয়ে তিনি টুইটারে লিখেছেন, শুনুন এবং প্রকাশিত হোন, তবে কাউকে বলতে দিয়েন আপনি কে। এই প্রতিবেদনটি অন্য অনেক প্রতিবেদনের মতোই ছিল যারা ভবিষ্যদ্বাণী করেছিল অ্যামাজন ব্যর্থ হবে। আজকে অ্যামাজন বিশ্বের সবচেয়ে সফল কোম্পানিগুলোর একটি এবং সম্পূর্ণ নতুন দুটি শিল্পের বিপ্লব করে ফেলেছে কোম্পানিটি। 

জেফ বেজোসের পোস্টটি ১৩ হাজার লাইক পড়ে এবং ভাইরাল হয়।  বেশির ভাগ কমেন্টে তার চিন্তা-ভাবনাকে প্রশংসা করা হয়। তবে সবচেয়ে বেশি দৃষ্টি কেড়েছে তার পোস্টে তার দীর্ঘদিনের ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বী ইলন মাস্কের কমেন্ট। স্পেসএক্স এবং টেসলার সিইও ইলন মাস্ক শুধু সিলভার মেডেল ইমোজি দিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। 


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com