
চলে গেলেন কবি অমিতাভ পাল
প্রকাশ: ১৩ অক্টোবর ২১ । ২০:৪১ | আপডেট: ১৩ অক্টোবর ২১ । ২১:৪১
সমকাল প্রতিবেদক

কবি, গল্পকার ও সাংবাদিক অমিতাভ পাল মারা গেছেন। বুধবার দুপুরে নেত্রকোনায় শ্বশুরবাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়। একাত্তর টেলিভিশনে তার সহকর্মী কবি শহীদুল ইসলাম রিপন খবরটি নিশ্চিত করেছেন।
অমিতাভ পাল একাত্তর টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি দুপুর ২টা ২৫ মিনিটে নেত্রকোনা রামকৃষ্ণ মিশন আশ্রমে অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অমিতাভ পালের জন্ম ১৯৬২ সালের ৫ ডিসেম্বর ময়মনসিংহ শহরে। তার বাবা আশুতোষ পাল ও মা শিউলী পাল। কৃষি বিজ্ঞানে স্নাতক এই কবি সুইডেন থেকে পরিবেশসম্মত কৃষিতে বিশেষজ্ঞতা অর্জন করেন।
এ পর্যন্ত অমিতাভ পালের পাঁচটি কবিতার বই ও কবিতাসমগ্রের প্রথম খণ্ড প্রকাশিত হয়েছে। এ ছাড়া 'রাতপঞ্জি' নামের একটি গল্পের বই ও 'একশ ফোঁটা বৃষ্টিবিন্দু' নামের একটি গদ্যগ্রন্থ রয়েছে তার।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com