
বোরকা পরে ব্রাহ্মণবাড়িয়ায় পরীমণি
প্রকাশ: ১৬ অক্টোবর ২১ । ১৩:৩৮ | আপডেট: ১৬ অক্টোবর ২১ । ১৪:০৮
বিনোদন প্রতিবেদক

দেশের আলোচিত নায়িকা পরীমণি। রাস্তায় বের হলেই তাকে নিয়ে শুরু হয় জটলা। ভক্ত ও সিনেমার দর্শকরা তাকে এক নজর দেখতে ছুটি আসেন। তাই মাঝে মাঝে নিজেকে আড়ালে রেখে বাইরে বের হতে হয় তাকে। সম্প্রতি পরীমণিকে কালো রঙের একটি বোরখা পরা অবস্থায় দেখা গেছে।
বোরকায় নিজের চেহারা ঢাকা ওই ছবিটি আবার ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। খোঁজ নিয়ে জানা গেছে ছবিটি পরীমণিরই। মাদক মামলার জামিনের পর বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার অষ্টগ্রামের কালীমন্দির বটতলায় শুটিং অংশ নিয়েছেন তিনি। সেখানেই নিজেকে কালো বোরকায় আবৃত করে হাজির হয়েছিলেন পরীমণি।

গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘গুনিন’ সিনেমার শুটিং এটি। এই ছবির মাধ্যমেই মাদক মামলায় জামিন পাওয়ার পর ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন এই নায়িকা। শুটিং ফ্লোরের সেই ছবি ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
বিষয়টি নিয়ে পরীমণির সঙ্গে যোগাযোগ করা হলে রহস্য রেখেছেন তিনি। বলেন, 'বোরকা পরা ছবিটি নিয়ে কিছু বলার নেই। কে এই ছবি তুলে ছড়িয়েছে তার কিছুই জানি না। তবে এখন ওস্তাদজী গিয়াস উদ্দিন সেলিমের সঙ্গে নতুন জার্নি শুরু করেছি। দারুণ গল্পের ছবি। আর ওস্তাদজীর সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ অভিজ্ঞতার।'
তবে ছবিটির বিষয়ে অনেকে বলছেন, চরিত্রের প্রয়োজনে নিজেকে এভাবে ঢেকেছেন অভিনেত্রী। কারও কারও মতে, উৎসুক জনতার বিড়ম্বনা থেকে বাঁচতে একটু কৌশলী হয়েছে ঢাকাই ছবির এই নাযিকা।
'গুনিন' একটি ওয়েব ফিল্ম। এতে পরীমণির বিপরীতে নায়ক হিসেবে আছেন শরিফুল রাজ। এ ছাড়াও অভিনয় করছেন ইরেশ যাকের, আজাদ আবুল কালামসহ অনেকে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com