
আরও ২০১ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
প্রকাশ: ১৭ অক্টোবর ২১ । ২০:৫০ | আপডেট: ১৭ অক্টোবর ২১ । ২০:৫০
সমকাল প্রতিবেদক

ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, ফাইল ছবি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২০১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতে ১৪০ জন এবং ঢাকার বাইরে ভর্তি হয়েছেন ৬১ জন।
সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, গত শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টার মধ্যে এসব রোগী হাসপাতালে ভর্তি হন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২১ হাজার ৪০২ জন। এ সময়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২০ হাজার ৪৭৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ৮৪৪ জন রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৫১ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ১৯৩ জন। চলতি বছরে ডেঙ্গু সন্দেহে মারা গেছেন ৮৩ জন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com