
সিরিজ হারলো টাইগার যুবারা
প্রকাশ: ২০ অক্টোবর ২১ । ২২:০৭ | আপডেট: ২০ অক্টোবর ২১ । ২২:০৭
স্পোর্টস ডেস্ক

ছবি-শ্রীলঙ্কা ক্রিকেট
দুই ম্যাচ হাতে রেখেই স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ হার নিশ্চিত হয়ে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের। আজ সিরিজের তৃতীয় ম্যাচে শ্রীলংকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশের যুবারা। ফলে সিরিজ জয়ের পাশাপাশি ৩-০ ব্যবধানে এগিয়েও গেল শ্রীলংকা। প্রথম ম্যাচ ৪২ রানে ও দ্বিতীয়টি ১ রানে হেরেছিলো বাংলাদেশ।
ডাম্বুলার রাঙ্গিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় বড় স্কোর দাড় করাতে পারেনি তারা। ৪৯ দশমিক ৩ ওভারে ১৮৪ রানেই অলআউট হয় বাংলাদেশ। নয় নম্বরে নামা আশিকুর জামান অপরাজিত ৫৪ রান করেন। এছাড়া আহসান হাবিব ৩৩ ও নাইমুর রহমান ২৭ রান করেন।
জবাবে ২০ বল বাকী রেখে বাংলাদেশের টার্গেট স্পর্শ করে শ্রীলংকা। দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিন নম্বরে নামা শিভন ড্যানিয়েল। ১১৭ বলে অপরাজিত ৮৫ রান করেন তিনি। বাংলাদেশের মুশফিক হাসান ৩টি উইকেট নেন।
এই ভেন্যুতেই সিরিজের বাকী দুই ম্যাচ ২৩ এবং ২৫ অক্টোবর অনুষ্ঠিত হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com