
এখন চাপমুক্ত বাংলাদেশ: সাকিব
প্রকাশ: ২১ অক্টোবর ২১ । ২০:৫৫ | আপডেট: ২১ অক্টোবর ২১ । ২১:১১
স্পোর্টস ডেস্ক

সাকিব আল হাসান
পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা। ওমানের পর পাপুয়া নিউগিনির বিপক্ষেও বাংলাদেশের জয়ের নায়ক সাকিব আল হাসান।
ব্যাট হাতে ৩৭ বলে ৪৬ রান করার পর বল হাতে ৪ ওভারে ৯ রানে ৪ উইকেট শিকার করেন সাকিব। এতে ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাকিবের হাতে।
ম্যাচ সেরার পুরস্কার নিতে গিয়ে সাকিব বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটে যে দলটি ভালো খেলবে তারাই জিতবে। প্রথম ম্যাচে পরাজয়ের পর আমরা একটু চাপে ছিলাম।এখন সেই চাপ নেই।
সাকিব আরো বলেন, টি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে চাইলেই ফর্মে ফেরা যায় না। এখানে ফর্মে ফেরা অনেক কঠিন। আমি একটু ক্লান্ত, গত পাঁচ-ছয় মাস ধরে বিরতিহীন ক্রিকেট খেলছি, এটা আমার জন্য একটি দীর্ঘ যাত্রার মতো। তবে আশা করছি আমি এই টুর্নামেন্টে ভালো করতে পারব।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com