
নিউইয়র্কে বাংলা বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার
প্রকাশ: ২৮ অক্টোবর ২১ । ১২:৫৭ | আপডেট: ২৮ অক্টোবর ২১ । ১৩:১৭
তোফাজ্জল লিটন, নিউইয়র্ক

মিট দ্য প্রেস অনুষ্ঠানে বক্তারা
মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত পাঁচ দিনব্যাপী ৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু হচ্ছে বৃহস্পতিবার।বইমেলা চলবে সোমবার পর্যন্ত।
উদ্বোধনী অনুষ্ঠান লাগর্ডিয়া ম্যারিয়ট হোটেলে সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। অন্যান্য দিন মেলা বসবে জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে। প্রতিদিন মেলা শুরু হবে বিকাল ৪টায় এবং শেষ হবে রাত ১০টায়।
এবার বইমেলার উদ্বোধন করবেন কবি আসাদ চৌধুরী। তার ধারণ ধারণ করা বক্তৃতার মধ্য দিয়ে ছয় দিনব্যাপী নিউইয়র্ক বইমেলার উদ্বোধন হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
বইমেলা উপলক্ষে বুধবার সন্ধ্যায় মিট দ্যা প্রেস অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন আয়োজকরা। নগরের কুইন্স প্যালেসে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানটি পরিচালনা করেন লেখক, সাংবাদিক হাসান ফেরদৌস। ৩০তম বইমেলার আয়োজন ও প্রস্তুতি নিয়ে কথা বলেছেন নূরুন নবী, ফেরদৌস সাজেদীন, মনিরুল হক, হারুন হাবীব, জাফর আহমেদ রাশেদ, হুমায়ুন কবির ঢালী, সাইফুর রহমান চৌধুরী, গোলাম ফারুক ভুঁইয়া, মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা প্রমুখ।
বইমেলা উপলক্ষে ঢাকা থেকে প্রকাশকরা এরমধ্যেই নিউইয়র্কে এসে পৌঁছেছেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে তারা বলেছেন, দেশের বাইরে নিউইয়র্ক বইমেলা নানা কারণে বৈশিষ্ট্যময় হয়ে উঠেছে। এ মেলায় তাদের যোগদান প্রবাসে বাংলা ভাষা লালন করা জনসমাজের সঙ্গে সংযোগ সৃষ্টির গুরুত্বপূর্ণ কাজ করছে বলে তারা উল্লেখ করেন।
মুক্তধারার বিশ্বজিত সাহা তার বক্তৃতায় মহামারিতে হারিয়ে যাওয়া প্রকাশকদের কথা স্মরণ করেন। তিনি বলেন, ১৯৯২ সালে জাতিসংঘ সদর দপ্তরের সামনের আয়োজনটি আজ ৩০ বছরের বিস্তৃতি তাকে আপ্লুত করে থাকে।
বিশ্বজিত সাহা বইমেলাকে সার্বক্ষণিক সহযোগিতা দিয়ে যারা এ পর্যায়ে নিয়ে এসেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন শুক্রবার থেকে সোমবার পর্যন্ত বইমেলার কার্যক্রম চলবে জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে। ৩০ অক্টোবর জুইশ সেন্টারের সামনের সড়কে মঞ্চ স্থাপন করে পালন করা হবে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর ও নিউইয়র্ক বাংলা বই মেলার ৩০ বছর পূর্তির বিশেষ অনুষ্ঠান।
বইমেলায় বাংলাদেশ থেকে তাদের চলতি বছরের নতুন বই নিয়ে মেলায় অংশ নিচ্ছেন দেশের প্রকাশনা সংস্থা বাংলা একাডেমি, অনন্যা, কথাপ্রকাশ, প্রথমা প্রকাশন, অঙ্কুর প্রকাশনী, সন্দেশ প্রকাশনা, আকাশ প্রকাশন, অন্বয় প্রকাশ, বাতিঘর, কবিতা চর্চা ও আমেরিকা থেকে মুক্তধারা নিউ ইয়র্ক এবং ঘুংঘুর।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সংস্থার নির্বাহী মনিরুল হক এবং বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির প্রাক্তন সভাপতি আলমগীর শিকদার লোটনও বইমেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দিচ্ছেন।এছাড়া সংগীত পরিবেশনের জন্য ঢাকা থেকে নিউইয়র্ক এসে পৌঁছেছেন বিশিষ্ট সংগীত শিল্পী নবনীতা চৌধুরী।
পুরো বইমেলা জুড়ে থাকছে নানা বিষয়ে আলোচনা, স্মৃতিচারণ, আবৃত্তি, কবিতা পাঠ, লেখক আড্ডাসহ সঙ্গীতানুষ্ঠান। উত্তর আমেরিকায় অবস্থানরত লেখকদের ব্যাপক সমাবেশ ঘটছে নিউইয়র্ক বইমেলায়। অনেকই ইতোমধ্যে নিউইয়র্কে এসে পৌঁছেছেন। লেখক প্রকাশকদের আড্ডায় নগরের জ্যাকসন হাইটস এলাকা সরগরম থাকছে মধ্যরাত পর্যন্ত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com