হুবহু সাইফ-কারিনা ছেলে তৈমুরের মতো দেখতে

প্রকাশ: ২৮ অক্টোবর ২১ । ১৩:২১ | আপডেট: ২৮ অক্টোবর ২১ । ১৩:৫০

বিনোদন ডেস্ক

সাইফ আলী খান ও কারিনা কাপুরের ছেলে তৈমুর আলী খান। স্টার কিড হওয়ায় জন্মের পর থেকেই  আলোচনায় তিনি। তার এক ঝলক দেখা পেতে ক্যামেরা তাক করে অপেক্ষায় থাকে ফটোগ্রাফাররা। এবার তৈমুরের মতো দেখতে হুবহু আরেক শিশুর খোঁজ মিললো।

আনন্দবাজার জানায়, সেই শিশুর নাম জারিয়ান থাপার। বয়স চার। ইনস্টাগ্রামের দৌলতে জারিয়ানের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। আসল তৈমুরের ছবির পাশে কোলাজ করে বসানো হয়েছে জারিয়ানের ছবিটি। তৈমুরের গায়ে কালো টিশার্ট। জারিয়ানের পরনে ফুলছাপ সিল্ক পাঞ্জাবি। চেহারায় মিল, শুধু তাই নয় দু’জনের চুলের ছাঁটেও বেশ মিল। নেটপাড়ার চোখ আটকেছে তাতে।


জারিয়ানের আগমনে কী তৈমুরের জনপ্রিয়তায় ভাঁটা পড়বে? এমন শঙ্কার কোনো কারণ নেই। কেননা সাইফিনা দম্পতির দ্বিতীয় সন্তান জাহাঙ্গীর আলি খানের জন্মের পর তার দিকে সংবাদমাধ্যমের চোখ সরে ছিলো। কিন্তু তৈমুরের এক একটি ছবি, ভিডিও নিয়ে অনুরাগীদের হইচই, মন্তব্যের বন্যায় নিশ্চিন্ত হওয়া গেছে তৈমুরের জায়গা কেউ নিতে পারবে না।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com