
চীনে বহুতল ভবন কমানোর সিদ্ধান্ত
প্রকাশ: ২৮ অক্টোবর ২১ । ১৪:১৬ | আপডেট: ২৮ অক্টোবর ২১ । ১৪:১৬
অনলাইন ডেস্ক

চীনের ছোট শহরগুলিতে বহুতল ভবন নির্মাণ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার জারি করা একটি যৌথ বিবৃতিতে দেশটির আবাসন, নগর উন্নয়ন এবং জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।
সিদ্ধান্ত অনুযায়ী, দেশটির ত্রিশ লাখের কম জনসংখ্যার শহরগুলিতে ১৫০ মিটার (৪৯২ ফুট) এর চেয়ে উঁচু ভবন নির্মাণ করা যাবে না। এর থেকে বেশি জনসংখ্যার শহরে ২৫০ মিটারের বেশি উঁচু ভবন নির্মাণ থেকে বিরত থাকতে হবে। খবর বিবিসির
যৌথ ওই বিবৃতিতে বলা হয়েছে, ত্রিশ লাখের কম জনসংখ্যার শহরে যদি আকাশচুম্বী উঁচু ভবন তৈরি করতে চায় তবে তা বিশেষ চাওয়া হবে।
দেশটিতে ইতোমধ্যেই ৫০০ মিটারের বেশি উঁচু ভবন তৈরির ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
চীনে বিশ্বের কয়েকটি উচ্চতম ভবন রয়েছে। এর মধ্যে সাংহাই টাওয়ারের উচ্চতা ৬৩২ মিটার এবং শেনজেনের পিং অ্যান ফাইন্যান্স সেন্টার ৫৯৯ দশমিক ১ মিটার উঁচু।
স্থানীয় এক প্রতিবেদনে বলা হয়েছে, সাংহাই এবং শেনজেনের মতো জনবহুল শহরগুলিতে আকাশচুম্বী ভবনের প্রয়োজন হতে পারে, তবে অন্যান্য শহরে এর দরকার নেই। কারণ এসব ভবনের বেশিরভাগই অপ্রয়োজনীয়।
এই বছরের শুরুর দিকে, শেনজেন শহরের ৩৫০ মিটার উঁচু এসইজি প্লাজা ভবনটি হঠাৎ দুলতে শুরু করে। ওই সময়ে শত শত লোক ভয়ে ভবনটি ছেড়ে পালান।
চীন ক্রমবর্ধমান ব্যয়বহুল ভ্যানিটি প্রকল্পের বিরুদ্ধে অনেকেই কড়া সমালোচনা শুর করেছেন। চলতি বছরের শুরুর দিকে দেশটি এ ধরনের বহুলত ভবনকে ‘কুৎসিত স্থাপত্য' হিসেবে উল্লেখ করে এসব ভবন নির্মাণে নিষেধাজ্ঞা জারি করে।
এদিকে, বহুতল ভবন কমিয়ে আনার এই ঘোষণা নিয়ে এরই মধ্যে চীনের সামাজিক মাধ্যমে উইবোতে অনেকেই মন্তব্য করেছেন। বেশিরভাগই বলেছেন, এত উঁচু ভবনের কোনো প্রয়োজন নেই।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com