বেদখল হওয়া জমি উদ্ধারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রকাশ: ২৮ অক্টোবর ২১ । ১৫:৫৯ | আপডেট: ২৮ অক্টোবর ২১ । ১৬:১১

সমকাল প্রতিবেদক

সাতক্ষীরার দেবহাটা উপজেলার খলিশাখালী এলাকার ভূমি সন্ত্রাসীদের গ্রেপ্তার ও ১৮০ জন ভূমি মালিকের বেদখল হওয়া জমি ও মৎস খামার ফিরে পাওয়ার দাবিতে মানবন্ধন করেছেন ভুক্তভোগীরা। এসময় বেদখল হওয়া ভূমি উদ্ধারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

 বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভূমি মালিকদের পক্ষে রোখসানা নাহিদ বলেন, 'পুলিশ প্রশাসনের কতিপয় কর্মকর্তা ও সুযোগ সন্ধানী নামধারী ভূমি সন্ত্রাসীদের যোগসাজেশে ১৮০ জন সাধারণ দরিদ্র মানুষদের মৎস খামার ও জমি দখল করে নিয়েছে স্থানীয় কিছু সন্ত্রাসী'। তিনি জানান, দেবহাটা উপজেলার পারুলিয়া মৌজার খলিশাখালী নামীয় ব্যক্তি মালিকানাধীন জমি ভূমিহীন নামধারী অস্ত্রধারী সন্ত্রাসীরা গত ১১ সেপ্টেম্বর ৩০টি খণ্ডে বিভক্ত ১৩২০ বিঘা ব্যক্তি মালিকানাধীন জমির মালিক ও কর্মচারীদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘেরের সব বাসা দখল নিয়ে, মাছ লুটপাট এবং ঘেরে বাসা বাড়ি ভাংচুর করে। তাৎক্ষনিকভাবে দেবহাটা থানায় বিষয়টি অবহিত করে প্রতিকার চাইলেও দেবহাটা থানা কর্তৃপক্ষ কোনও পদক্ষেপ নেয়নি। এমনকি ওই ঘটনাকে কেন্দ্র করে জমির রেকর্ডীয় মালিকরা দেবহাটা থানায় মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ মামলা না দিয়ে ভুক্তভোগীদের ফিরিয়ে দেয়।  রোখসানা নাহিদ বলেন, সকল দালিলিক প্রমাণ থাকা সত্ত্বেও পুলিশ প্রশাসনের নিস্ক্রিয়তায় ভুক্তভোগীরা তাদের জমি ফিরে পাচ্ছে না ।

অন্যান্য জমির মালিকরা বলেন, আমরা ভুক্তভোগীরা ওই অঞ্চলের সাধারণ জনগণ। অত্যন্ত ভীতিকর পরিস্থিতির মধ্যে বসবাস করছি এবং আমাদের প্রাণ সংশয়ের আশঙ্কা করছি। এসব ভূমি সন্ত্রসীরা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের ভূমি জবরদখল করলেও পুলিশ প্রশাসন রহস্যজনক ভাবে নিরব থেকেছে এবং তাদের গ্রেপ্তার করছে না। এর ফলে জনমনে আরো ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

তারা জানান, সাতক্ষীরা জেলা প্রশাসক তাদের বিষয়টি অবগত হয়ে কাগজপত্র পর্যবেক্ষণ করে জমির মালিকদের ন্যায্য অধিকারের পক্ষে কথা বলেছেন এবং ভূমি দস্যুদের দখল হওয়া জমি থেকে চলে যেতে বললেও তারা শোনেনটি। তারা আরো জানান, পুলিশ প্রশাসন এ ব্যাপারে যথাযথ উদ্যোগ না নিয়ে অদৃশ্য কারণে নিস্ক্রিয় থাকছে।

মানববন্ধনে জমির মালিকরা প্রধানমন্ত্রীর কাছে রেকর্ডীয় মালিকানাধীন প্রাপ্য জমি সন্ত্রাসীদের কবল থেকে ফেরত পাওয়ার জন্য আকুল আবেদন জানান।







© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com