বিশ্বকাপের মাঝেই র‍্যাংকিংয়ে অবনতি বাংলাদেশের

প্রকাশ: ২৮ অক্টোবর ২১ । ১৮:০৪ | আপডেট: ২৮ অক্টোবর ২১ । ১৮:০৪

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের প্রভাব পড়লো র‍্যাংকিংয়েও

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে সিরিজ জিতে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছিল বাংলাদেশ। কিন্তু চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম পর্বে স্কটল্যান্ড এবং এরপর শ্রীলঙ্কা এবং ইংল্যান্ডের বিপক্ষে হারের পর ফের পিছিয়েছে টাইগাররা।

সর্বশেষ ২৬ অক্টোবর হালনাগাদ হয়েছে আইসিসির র‍্যাংকিং। ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ের ছয় থেকে ইতোমধ্যেই ৮ নম্বরে নেমে গেছে বাংলাদেশ।

বর্তমানে ২৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে আছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশেরই সমান ২৩৬ রেটিং পয়েন্ট নিয়ে টাইগারদের এক ধাপ ওপরে সাত নম্বরে আছে আফগানিস্তান।

২৭৮ রেটিং পয়েন্ট নিয়ে এক নম্বরে ইংল্যান্ড। দুইয়ে ভারত, তিনে পাকিস্তান, চারে নিউজিল্যান্ড, পাঁচে দক্ষিণ আফ্রিকা এবং ছয়ে আছে অস্ট্রেলিয়া।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com