কসবায় মালবাহী ইঞ্জিন বিকল, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ

প্রকাশ: ২৮ অক্টোবর ২১ । ২২:১৫ | আপডেট: ২৮ অক্টোবর ২১ । ২২:১৫

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলওয়ে স্টেশনে বৃহস্পতিবার বিকেল ৫টা ৫৫ মিনিটে ঢাকাগামী ৬০১ একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  

কসবা রেলওয়ে স্টেশনের সহকারী মাস্টার জসীম উদ্দিন সমকালকে এই তথ্য জানিয়েছেন। 

তিনি জানান, মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেলে চট্টগ্রামগামী মহানগর গোধূলী এক্সপ্রেস, সোনার বাংলা এক্সপ্রেস আখাউড়া জংশনে আটকা পরে। অন্যদিকে ঢাকাগামী ৭০৩ মহানগর এক্সপ্রেস ট্রেনটি মন্দবাগ রেলওয়ে স্টেশনে আটকা পরে।

জসীম উদ্দিন বলেন, ‘রিলিফ ইঞ্জিন এসে উদ্ধার করার চেষ্টা করে ব্যর্থ হলে পুনরায় আখাউড়া থেকে আরও একটি ইঞ্জিন এসে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

উদ্ধারকারী ইঞ্জিনটি মালবাহী ট্রেনটিকে নিতে চেষ্টা করলেও মালবাহী বগিগুলোর চাকা ঘুরছে না।’

বৃহস্পতিবার রাত ১০টার দিকেও মালবাহী ট্রেনটিকে সরানো যায়নি। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com