আত্মছবি

ব্যর্থ প্রাণের আবর্জনা

প্রকাশ: ২৮ অক্টোবর ২১ । ০০:০০ | আপডেট: ০১ নভেম্বর ২১ । ১৩:৪৩ | প্রিন্ট সংস্করণ

--

ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো।
একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো
দুন্দুভিতে হল রে কার আঘাত শুরু,
বুকের মধ্যে উঠল বেজে গুরুগুরু-
পালায় ছুটে সুপ্তিরাতের স্বপ্নে-দেখা মন্দ ভালো
নিরুদ্দেশের পথিক আমায় ডাক দিলে কি-
দেখতে তোমায় না যদি পাই নাই-বা দেখি।
ভিতর থেকে ঘুচিয়ে দিলে চাওয়া পাওয়া,
ভাব্‌থনাতে মোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া
বজ্রশিখায় এক পলকে মিলিয়ে দিলে সাদা কালো

রবীন্দ্রনাথ ঠাকুর

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com