ছড়া-কবিতা

ভূতং ভূতং ভোমরা

২৬ নভেম্বর ২১ । ০০:০০

সরদার আবুল হাসান

রাতের বেলা গাছের ডালে
ভূতের ছানা খেলতো-
দিনের বেলা চোখ দুটি সে মেলতো।


খোঁনা গলায় নাকি সুরে
বাপ-দাদাকে ডাকতো-
সারা গায়ে ছাই মাটি ঝুল মাখতো।

সবাই মিলে মনের সুখে
মাছের মুড়ো চাখতো-
যখন পেটে দারুণ খিদে লাগতো।

রাতের বেলা ঝপাং ঝপাং
খালে ডিঙি বাইতো-
ঝাপুস ঝুপুস তালপুকুরে নাইতো।

আবোল তাবোল সুরে সুরে
কী যেন কী গাইতো-
পথের মানুষ এদিক-সেদিক চাইতো।

ভূতের ছানা দুষ্টু বেজায়
নাম জানো তার তোমরা?
ভূতং ভূতং ভোমরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com