
ছবি ও ছড়া-কবিতা
নতুন ধানের হাসি
২৬ নভেম্বর ২১ । ০০:০০
রকিবুল ইসলাম

নতুন ধানে ক্ষেত ভরেছে প্রাণ জুড়ানো হাসি
বাতাস এসে সুবাস বিলায় মুক্তো রাশি রাশি।
কৃষক হাসে ফসল হাসে ইলিক ঝিলিক বোল
ধানের ক্ষেতের মন মাতানো ঢেউয়ের মতোন দোল।
'কই গেলি রে ভাই-বেরাদর' ডাক এলো রে ডাক
উঠলো বেজে ঢ্যাম কুরকুর আলম ঢুলীর ঢাক।
সোনার ক্ষেতে সোনার ফসল স্বপ্ন রাশি রাশি
খুশির সারায় জাগলো পাড়া ব্যস্ত কৃষক চাষি।
বৃদ্ধ-শিশু সবাই খুশি গায় নতুনের গান
জমিন জুড়ে হাসতে থাকে লম্বা শীষের ধান।
বাতাস এসে সুবাস বিলায় মুক্তো রাশি রাশি।
কৃষক হাসে ফসল হাসে ইলিক ঝিলিক বোল
ধানের ক্ষেতের মন মাতানো ঢেউয়ের মতোন দোল।
'কই গেলি রে ভাই-বেরাদর' ডাক এলো রে ডাক
উঠলো বেজে ঢ্যাম কুরকুর আলম ঢুলীর ঢাক।
সোনার ক্ষেতে সোনার ফসল স্বপ্ন রাশি রাশি
খুশির সারায় জাগলো পাড়া ব্যস্ত কৃষক চাষি।
বৃদ্ধ-শিশু সবাই খুশি গায় নতুনের গান
জমিন জুড়ে হাসতে থাকে লম্বা শীষের ধান।
© সমকাল ২০০৫ - ২০২২
ভারপ্রাপ্ত সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৯১১০৩০৫৫৭, +৮৮০১৯১৫৬০৮৮১২ | ই-মেইল: samakalad@gmail.com