
হাওরে উড়াল সেতু
তাহিরপুরে আনন্দ মিছিল
২৬ নভেম্বর ২১ । ০০:০০
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
-25-samakal-619fca94cdb88.jpg)
শেখ হাসিনা উড়াল সেতু একনেকে অনুমোদন পাওয়ায় বৃহস্পতিবার তাহিরপুর যুবলীগের আনন্দ মিছিল- সমকাল
সুনামগঞ্জের ধর্মপাশা-জামালগঞ্জ (ভায়া জয়শ্রী-সুখাইর-সাচনাবাজার) পর্যন্ত 'শেখ হাসিনা উড়াল সড়ক' একনেকে অনুমোদন পাওয়ায় তাহিরপুরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে তাহিরপুর উপজেলা যুবলীগ।
সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল হাওরের ওপর দিয়ে দু'জেলার মানুষের সড়ক যোগাযোগ। মঙ্গলবার একনেকের সভায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে হাওরের ওপর দিয়ে উড়াল সেতু অনুমোদন পাওয়ায় হাওরে সড়ক যোগাযোগে আর কোনো বাধা রইলো না। একনেকের সভায় সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক অনুমোদনের সংবাদ প্রকাশিত হলে হাওরপাড়ের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু কর্নারে এক সমাবেশে বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শ্রীপুর দক্ষিণ যুবলীগ সভাপতি ফজলুল হক প্রমুখ।
সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল হাওরের ওপর দিয়ে দু'জেলার মানুষের সড়ক যোগাযোগ। মঙ্গলবার একনেকের সভায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে হাওরের ওপর দিয়ে উড়াল সেতু অনুমোদন পাওয়ায় হাওরে সড়ক যোগাযোগে আর কোনো বাধা রইলো না। একনেকের সভায় সুনামগঞ্জ-নেত্রকোনা সড়ক অনুমোদনের সংবাদ প্রকাশিত হলে হাওরপাড়ের মানুষের মধ্যে আনন্দের জোয়ার বইতে থাকে।
বৃহস্পতিবার সকালে বাংলাদেশ আওয়ামী যুবলীগ তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে একটি আনন্দ মিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। শেষে উপজেলা পরিষদে বঙ্গবন্ধু কর্নারে এক সমাবেশে বক্তব্য দেন, তাহিরপুর উপজেলা যুবলীগ আহ্বায়ক হাফিজ উদ্দিন, যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন, সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, শ্রীপুর দক্ষিণ যুবলীগ সভাপতি ফজলুল হক প্রমুখ।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com