
১০০ জনকে নিয়োগ দেবে বিটিসিএল
প্রকাশ: ০২ নভেম্বর ২১ । ১৩:১৫ | আপডেট: ০২ নভেম্বর ২১ । ১৩:১৬
অনলাইন ডেস্ক

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। সম্প্রতি এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বিজ্ঞপ্তি অনুসারে, 'জুনিয়র সহকারী ম্যানেজার' পদে ১০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। এই পদের জন্য প্রার্থীর যে কোনো স্বীকৃত পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স/মেকানিক্যাল/পাওয়ার/কম্পিউটার/টেলিকমিউনিকেশন/কম্পিউটার সাইন্স অ্যান্ড টেকনলোজি/ ডাটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়াকিং বিষয়ে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কারিগরি, গ্রে-৮ অনুযায়ী বেতন হবে ২২,৮০০ থেকে ৫৬,৬০৪ টাকা।
আগ্রহী প্রার্থীর বয়স ২০২০ সালের ২৫ মার্চের মধ্যে ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে। প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩২ বছর।
যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করা যাবে অনলাইনে। আগ্রহীরা ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইট http://www.btcl.gov.bd/career -থেকে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ নভেম্বর।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com