ডাবের পানি কি সবার জন্যই উপকারী?

প্রকাশ: ০৪ নভেম্বর ২১ । ১২:১১ | আপডেট: ০৪ নভেম্বর ২১ । ১২:১১

অনলাইন ডেস্ক

ডাবের পানির অনেক গুণ। এটি শরীরের আর্দ্রতা বজায় রাখে। সেই সঙ্গে শরীরকে ঠান্ডা রাখতেও সাহায্য করে। এই পানিতে প্রচুর পরিমাণে খনিজ রয়েছে। সেগুলিও শরীরের নানা উপকারে লাগে। কিন্তু কারও কারও জন্য ডাবের পানি মোটেও উপকারী নয়।

বিশেষজ্ঞদের মতো, সবার ডাবের পানি খাওয়া ঠিক নয়। তাহলে লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। এ কারণে কাউকে কাউকে ডাবের পানি এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন তারা। যেমন-

১. যারা ওজন কমাতে চান, তারা ডাবের খাবেন না। কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালরি রয়েছে। ফলে নিয়মিত ডাবের  পানি খেলে ওজন বেড়ে যেতে পারে।

২. ডাবের পানিতে অন্য খনিজের মতোই প্রচুর পরিমাণে সোডিয়াম রয়েছে। ফলে ডাবের পানি বেশি পরিমাণে খেলে রক্তচাপ বেড়ে যেতে পারে। যাদের ইতিমধ্যেই উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে, তাদের জন্য অতিরিক্ত ডাবের পানি সমস্যা সৃষ্টি করতে পারে।

৩. রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ডাবের পানি। যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন, ডাবের পানি তাদের সমস্যা বাড়িয়ে দিতে পারে।

৪. যাদের কিডনির সমস্যা আছে, তাদের শরীরে পটাশিয়াম জমতে থাকে। ডাবের পানিতেও প্রচুর পটাশিয়াম থাকে। ফলে কিডনির সমস্যা থাকলে ডাবের পানি না খাওয়াই ভালো। কিডনির সমস্যায় অতিরিক্ত ডাবের পানি খেলে শরীরে পটাশিয়ামের মাত্রা বেড়ে যায়। এতে হৃৎপিণ্ড এবং কিডনি— দু’টিরই ক্ষতি হতে পারে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com