
বিমানবন্দরে সুপারস্টার বিজয় সেতুপাতির ওপর হামলা
প্রকাশ: ০৪ নভেম্বর ২১ । ১৩:৩১ | আপডেট: ০৪ নভেম্বর ২১ । ১৪:০৬
বিনোদন ডেস্ক

দক্ষিণ ভারতীয় সুপারস্টার বিজয় সেতুপাতি হামলার শিকার হয়েছেন। বেঙ্গালুরু বিমানবন্দরে অজ্ঞাত এক ব্যক্তি হামলা করে। হামলার সেই ভিডিও ক্লিপস ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ভারতের বার্তা সংস্থা আইএএনএসের বরাতে এ হামলার খবর প্রকাশ করেছে ইন্ডিয়া ডটকম।
গণমাধ্যমটি জানায়, অভিনেতা জানেয়েছেন ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার। বেঙ্গালুরু বিমানবন্দরে এটি ঘটেছে। তবে এটি অত সিরিয়াস বিষয় নয়। অচেনা এক ব্যক্তি এ কাণ্ড ঘটায়। বিজয় সেতুপাতি ও তার টিমের সঙ্গে ওই ব্যক্তির কথা কাটাকাটি হয়। ওই ব্যক্তি বিজয়কে অনুসরণ করছিল এবং আঘাতের চেষ্টা করেছিল।
তবে সঙ্গে সঙ্গে কর্তব্যরত পুলিশ ঘটনাটি সামলে নেয় এবং বিজয় সেতুপতিকে সুরক্ষা দেয়। যা হোক, ওই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করেননি সুপারস্টার বিজয় সেতুপাতি।
জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা বিজয় সেতুপতি একটি সিনেমার শুটিংয়ের জন্য বেঙ্গালুরু গিয়েছিলেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com