
চারটি দাতিনা মাছের দাম ১৬ লাখ টাকা
প্রকাশ: ০৪ নভেম্বর ২১ । ১৫:২৩ | আপডেট: ০৪ নভেম্বর ২১ । ১৫:২৯
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

দাতিনা মাছ
বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে ৪টি দাতিনা মাছ বেচাকেনা হয়েছ ১৬ লাখ টাকায়। বৃহস্পতিবার বেলা ১টার দিকে পাইকারি বাজারের আর কে ফিসের মৎস্য আরতদার নজরুল ইসলাম প্রকাশ্যে নিলামে মাছ বিক্রি করেন। মাছ চারটির ওজন হয়েছে ৮৭ কেজি। বিএফডিসি বাজারের চালানী মৎস্য পাইকার মোস্তফা আলম নগদ টাকায় মাছগুলো ক্রয় করেন।
নজরুল ইসলাম জানান, তার এক দাদোন ভোগী জেলে বেল্লাল হোসেন, সুন্দরবন সংলগ্ন সাগরে কেড়াল মাছ ধরার জন্য মঙ্গলবার রাতে জাল ফেলে ২ ঘন্টা পর জাল উঠালে ওই জালে চারটি মাছ ধরা পরে। বৃহস্পতিবার দুপুরের দিকে জেলেরা ওই মাছ পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছ বাজারে আনলে আড়ৎদারের মাধ্যমে অকশন দিলে ১২ জন পাইকারি মাছ ক্রেতা অংশ নেয়। পরে সর্বোচ্চ ডাকে মোস্তফা আলম মাছ ক্রয় করেন। মাছ চারটি প্রতি মণ ৮ লাখ টাকা করে দাম পড়েছে।
মোস্তফা আলম বলেন, ‘এই মাছ আমার বৈজ্ঞানিক নাম জানা নেই তবে জেলেদের ভাষায় অনেকে বলে দাতিনা আবার কেহ বলে ভোল মাছ বলে বাংলাদেশে বিক্রি হয়। মাছগুলো আমি ভারতের বাজারে বিক্রি করব। এই মাছে আমার লাখ টাকার মতো ব্যাবসা হতে পারে। মাছগুলো দেখতে কোরাল মাছের মতো। ’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : মোজাম্মেল হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com